এবার বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যের ৭ দিনের স্টোর রেন্ট মওকুফ
এবার চট্টগ্রাম বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যে সাত দিনের জন্য স্টোররেন্ট (পোর্ট ডেমারেজ) মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে গত ৩০ জুলাই তৈরী পোষাক খাতের কাঁচামাল খালাসে এই সুবিধা দিয়েছিলো মন্ত্রণালয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর আবেদনের পর গতকাল (বুধবার) মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই ছাড় প্রদানের ঘোষণা দেয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত যেসব আমদানি চালান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হবে, সেসব পণ্যেই কেবল এই ছাড় পাওয়া যাবে। তবে ছাড় পাওয়ার জন্য ১৪ আগস্টের মধ্যে পণ্যের চালান বন্দর থেকে খালাস করে নিতে হবে।
সাধারণত জাহাজ থেকে পণ্য নামানোর চার দিন পর্যন্ত বিনা ভাড়ায় বন্দরে রাখা যায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এখন সর্বোচ্চ সাত দিনের জন্য ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ১১ দিনের জন্য ছাড় পাচ্ছেন আমদানিকারকেরা।
এর আগে শুধু তৈরী পোষাক শিল্পের কাঁচামাল খালাসে স্টোর রেন্ট মওকুফ করা হলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। স্টোর রেন্ট মওকুফে বৈষম্যের অভিযোগ তুলেন। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সব ধরনের আমদানি পণ্য ডেলিভারিতে স্টোর রেন্ট মওকুফের সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বন্দর ইয়ার্ডে চার দিন বিনা চার্জে আমদানি কন্টেইনার রাখার অনুমতি দেওয়া হয়েছে। এর পরে পঞ্চম দিন থেকে সপ্তম দিনের জন্য ২০-ফুট কন্টেইনারের জন্য প্রতিদিন ৬ ডলার স্টোরেজ ভাড়া দিতে হবে। পরবর্তী সপ্তাহের জন্য দৈনিক ভাড়া হল ১২ ডলার, ২১ তম দিন থেকে ভাড়া ২৪ ডলারে বৃদ্ধি পাবে৷ একটি ৪০-ফুট কন্টেইনারের জন্য ভাড়া এই পরিমাণের দ্বিগুণ।
কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত ১৮ জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট-সেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে চট্টগ্রাম বন্দরে প্রচুর আমদানি চালান আটকা পড়ে। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে অন্তত এক সপ্তাহ।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এই বন্দরে কনটেইনার ভাড়া বাবদ প্রতিদিন গড়ে দুই কোটি টাকা আয় হয়। ছাড় দেওয়ার কারণে এখন ব্যবসায়ীরা অন্তত ১০-১৪ কোটি টাকার সুবিধা পাবেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, "বন্দরের স্টোর রেন্ট মওকুফের এখতিয়ার নৌ পরিবহন মন্ত্রণালয়ের। যেহেতু তারা সময় উল্লেখ করে সব ধরনের আমদানি পণ্যের স্টোর রেন্ট এক সপ্তাহের জন্য মওকুফ করেছে তাই বন্দরে এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"