সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং তাদের কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের ব্যাংক হিসাব স্থগিত [ফ্রিজ] করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
বিএফআইইউ বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে পরবর্তী ৩০ দিনের জন্য এসব অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছে।
আদেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উল্লিখিত ব্যক্তিদেরকে দেওয়া যেকোনো লকার সুবিধাও বন্ধ করতে বলা হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২- এর ধারা ২৩ (১) (সি)-এর অধীনে আদেশটি জারি করেছে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত বাংলাদেশ ব্যাংকের সংস্থাটি।