প্রবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণেও দেওয়া হবে প্রণোদনা
প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পাবেন, তা বৈধ পথে দেশে আনলে ওয়েজ আর্নার্স রেমিট্যান্সের মতো ২.৫ শতাংশ প্রণোদনা সুবিধা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বৈধ পথে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করা হবে।
প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। সেইসঙ্গে বিদেশ থেকে প্রেরিত অর্থ বৈধ পথে দেশে আসার পর তা টাকায় রূপান্তর করতে হবে।
নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকেই কার্যকর হবে।
বর্তমানে প্রবাসী আয়ের ওপর সরকারের পক্ষ থেকে ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়া হয়। সরকারের প্রণোদনার পাশাপাশি আগে ব্যাংকগুলো নিজেদের ফান্ড থেকেও বাড়তি প্রণোদনা দিত।
তবে বর্তমানে সরকারি প্রণোদনার বাইরে ব্যাংকগুলো রেমিট্যান্স আয়ে কোনো বাড়তি প্রণোদনা দেয় না।