পতাকাবাহী জাহাজের বৈদেশিক আয়ে কর অব্যাহতি
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ থেকে বৈদেশিক মুদ্রা আয়ের ওপর কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন অর্থবছরকে সামনে রেখে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে স্থানীয় এই জাহাজগুলোকে আয়ের ওপর ১০ শতাংশ কর দিতে হয়।
বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, "আমি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কর্তৃক বহির্বিশ্বে সেবা প্রদানের বিপরীতে বৈদেশিক মুদ্রায় ব্যাংকিং চ্যানেলে আনীত আয়কে ২০৩০ সাল পর্যন্ত করমুক্ত করার প্রস্তাব করছি। এসব প্রস্তাব গৃহীত হলে সেবা রপ্তানি খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সম্ভামনাময় শিল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এসব প্রস্তাব গ্রহণের মাধ্যমে আমরা সেবা রপ্তানি খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।"
জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উত্থাপন করেন। এবারের বাজেটে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে ৪র্থ এবং সামগ্রিক হিসেবে দেশের ৫১তম বাজেট এটি।
গেল ২০২১-২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি।