ইচ্ছে করেই নির্বাচনের পর ভ্যাকসিন ট্রায়ালের ফল ঘোষণা করেছে ফাইজার, অভিযোগ ট্রাম্প ও তার ছেলের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বড় ছেলে ট্রাম্প জুনিয়র অভিযোগ করেছেন, মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার উদ্দেশ্যমূলকভাবেই নির্বাচনের পর তাদের উদ্ভাবিত টিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে।
গত সোমবার (৯ নভেম্বর) কোনো রকম প্রমাণ ছাড়াই তারা এমন অভিযোগ করেছেন। অথচ গত অক্টোবরেই ফাইজার জানিয়েছিল, নির্বাচনের আগে তাদের সর্বশেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ করা সম্ভব হবে না।
এ অবস্থায় গত সোমবার ফাইজার তাদের করোনাভাইরাস টিকার প্রাথমিক ফল প্রকাশ করেছে। প্রার্থী টিকাটি কোভিড-১৯ প্রতিরোধে ৯০ শতাংশের বেশি সফল হয়েছে, বলে সেখানে জানানো হয়। কোম্পানিটি একে মহামারি প্রতিরোধে উজ্জ্বল সফলতার মাইলফলক বলে উল্লেখ করে।
ঘোষণার পরপরই টুইটারে সক্রিয় হয়ে ওঠেন ট্রাম্প পিতা-পুত্র। ফাইজারের ফল ঘোষণা অভিসন্ধিমূলক এমন ইঙ্গিত দেন তারা দুজনেই।
প্রথমেই স্বভাবসুলভ অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় তার অভিযোগ, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এবং ডেমোক্রেটরা নির্বাচনের আগে টিকা পরীক্ষার ফল ঘোষণা করা হোক তা চায়নি। তাদের চাপেই ফাইজার এর আগে সাহস করে পরীক্ষার ফল ঘোষণা করতে পারেনি।
এই টুইটের প্রেক্ষিতে ফাইজারের একজন মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানান, নির্বাচনের সঙ্গে তাদের বৈজ্ঞানিক পরীক্ষার ফল ঘোষণার কোনো সম্পর্ক নেই।
ট্রাম্প পুত্র ফাইজারের ঘোষণাকে 'অসাধারণ' বলে ব্যঙ্গ করেন। টুইটে তিনি ঘোষণার সময়কে 'শয়তানি চাল' বলে উল্লেখ করেছেন।
ইতোপূর্বে, নির্বাচনের আগেই বাজারে কার্যকর ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি। তবে নভেম্বরের শেষ নাগাদ চূড়ান্ত ফল বিশ্লেষণের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে টিকাটির জরুরি প্রয়োগের অনুমোদন চাওয়া হবে, বলে জানিয়েছিল ফাইজার।
- সূত্র: বিজনেস ইনসাইডার