উহানে করোনা ভাইরাসে হাসপাতাল পরিচালকের মৃত্যু
চীনের উহানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালের পরিচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এ চিকিৎসকের মৃত্যু হয় বলে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় উহান উচাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়ের।
এর মধ্য দিয়ে প্রাণঘাতী ভাইরাসে আলোচিত দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হলো বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে চলতি মাসেই মৃত্যু হয় লি ওয়েনলিয়াং নামের চিকিৎসকের, যিনি করোনা ভাইরাস নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে চীনা কর্তৃপক্ষের তোপে পড়েছিলেন। তার মৃত্যু শোকাহত করে চীনের বিপুলসংখ্যক মানুষকে।
চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহানে সামুদ্রিক খাবারের মার্কেট থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এ ভাইরাসের বিস্তার রোধে অবিরাম কাজ করছেন হাজার হাজার চিকিৎসক।
ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে কমপক্ষে এক হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে এতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৭২ হাজার ৪৩৬ জন।
শুক্রবার চীনের জ্যেষ্ঠ এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভাইরাসে এক হাজার ৭১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।