কোভিড-১৯: ইউরোপজুড়ে চলছে গণ টিকাদান
কোভিড-১৯ নির্মূলের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি সমন্বিত টিকাদান কর্মসূচী গ্রহণ করেছে যাকে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তারা 'আবেগের ঐকমত্যের মুহূর্ত' হিসেবে বর্ণনা করেছেন।
ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়ন গত শনিবার ঘোষণা দিয়েছেন, জার্মান-আমেরিকান কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ইইউ এর ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে প্রেরণ করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন তিন লাখ ৩৫ হাজারের ওপর কোভিড সংক্রান্ত মৃত্যুর ঘোষণা দিয়েছে। ইউরোপজুড়ে ১৪ মিলিয়নেরও অধিক লোক ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে এবং সদস্য রাষ্ট্রের প্রতিটিকেই কঠোর লকডাউনের ভেতর দিয়ে যেতে হয়েছে।
করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) নিয়ে সারা পৃথিবীব্যাপী নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুধু ইউরোপের দেশগুলোতেই না, কানাডা এবং জাপানেও করোনাভাইরাসের নতুন ধরনটির উপস্থিতি নিশ্চিত করার পরপরই এই সমন্বিত "ভ্যাকসিন রোলআউটের" সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বজুড়ে ভ্রমণের ওপর নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও গত সপ্তাহ থেকে দেশগুলো মেনে চলেছে।
ভ্যাকসিন রোলআউটের সর্বশেষ খবর
ইইউ জুড়ে এ গণ টিকাদান কর্মসূচী শুরু হয়ে গেছে রোববার সকালেই। প্রায় ৪৪৬ মিলিয়ন মানুষকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয়ান কমিশন ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের পর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এক টুইট বার্তায় ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়ন বলেন, "আজ আমরা কঠিন বছরটি পেরিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলাম। কোভিড-১৯ ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে সরবরাহ করা হয়েছে। টিকাদান কর্মসূচী আগামীকাল থেকেই শুরু হবে।"
"ইউরোপীয় ইউনিয়নজুড়ে টিকাদানের এ দিনগুলো আমাদের ঐকমত্য প্রকাশের দিন; এ দিন আমাদের আবেগের দিন।"
জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পন শনিবারে এক বিবৃতিতে জানান, "এটি সত্যিই খুব আনন্দের ক্রিসমাস বার্তা। এটি এমন এক মুহূর্ত যখন টিকাবাহী লরিগুলো ইউরোপের রাস্তা জুড়ে রয়েছে। কাল বাদে পরশু সমগ্র স্থানে টিকা সরবরাহ সম্পন্ন হয়ে যাবে"।
"এই ভ্যাকসিন মহামারীকে পরাজিত করার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আমাদের জীবন ফিরে পাবার জন্য এটি দরকার।"
ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইজি ডি মাইও তাঁর দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন এ টিকা গ্রহণ করতে।
"আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবোই, এবং আমরা আবারো একে আলিঙ্গন করবো।"
তবে উত্তর-পূর্ব জার্মানির স্বাস্থ্যকর্মীরা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ছিলেন। তাঁরা হালবারস্টেটের বয়স্ক অধিবাসীদের আগেই টিকার আওতায় ফেলেছেন।
হাঙ্গেরিতে ভ্যাকসিনের প্রথম গ্রহীতা ছিলেন ডেল-পেস্ট কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক।
স্লোভাকিয়ার কর্তৃপক্ষও বলেছে তারা ইতিমধ্যে টিকা গ্রহণ শুরু করে দিয়েছেন।
- সূত্রঃ বিবিসি