জর্জিয়ায় তিনটি স্পা সেন্টারে গুলিতে ছয় এশীয়সহ নিহত ৮
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় মঙ্গলবার তিনটি স্পা সেন্টারে দুর্বৃত্তের গুলিতে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ছয়জন নারী এশীয় ।
সন্দেহভাজন একজন হামলাকারীকে (২১) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
হামলাগুলোর উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
চেরোকি কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্যাপ্টেন জে বেকার বলেন, উত্তর আটলান্টার চেরোকি কাউন্টির 'ইয়ং এশিয়ান ম্যাসাজ পার্লার' নামের একটি স্পায় গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর সেখানে আরও দু'জন মারা যান।
এক ঘণ্টারও কম সময়ের মধ্যে, পুলিশকে উত্তর-পূর্ব আটলান্টার 'গোল্ড স্পা' তে 'ডাকাতি চলছে' এমন অভিযোগে ডাকা হয়। সেখান থেকে তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গোল্ড স্পাতে থাকতে থাকতেই একই সড়কের আরেকটি স্পা, 'এরোমাথেরাপি স্পা' থেকে পুলিশকে ডাকা হয়। সেখানে গুলিতে নিহত আরেকজনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আটলান্টা জার্নাল-কনস্টিটিঊশন জানায়, আটলান্টায় নিহত নারীদের ভেতর চারজন এশিয়ান।
সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে রবার্ট অ্যারন লং নামক একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
তিনটি স্পা তে হামলাকারী ব্যক্তি যে একজনই সে ব্যাপারে তদন্তকারীরা খুবই আত্মবিশ্বাসী বলে জানান ক্যাপ্টেন বেকার।
তবে কর্তৃপক্ষ বলছে, ভুক্তভোগীরা তাদের জাতিগত পরিচয়ের জন্যই হামলার শিকার হয়েছেন কিনা, সেটি নিয়ে তদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।
তবে অ্যাডভোকেসি গ্রুপ স্টপ এএপিআই হেইট [এশিয়ান আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স] এটিকে 'একটি অবর্ণনীয় ট্র্যাজেডি' বলে অভিহিত করেছে।
টুইটারে সংস্থাটি লেখে, "এই মুহূর্তে এশিয়ান-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড ভয় এবং বেদনা রয়েছে, শীঘ্রই এটির সমাধান করতে হবে"।
সাম্প্রতিক সময়ে এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে 'হেইট ক্রাইম' এর প্রবণতা বেড়েছে যুক্তরাষ্ট্রে। কোভিড-১৯ এর দ্রুত সংক্রমণের জন্যও অনেকে এশীয়দের অভিযুক্ত করেন। গত সপ্তাহেই এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশীয়-আমেরিকানদের বিরুদ্ধে হামলা ও হয়রানির মত ভয়াবহ ''হেইট ক্রাইম' এর নিন্দা করেছিলেন।
সূত্র- বিবিসি