শামীম, তার ছেলে অয়নসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যামামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মনির হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন
এতে আসামি করা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২৩ জনকে। এদের মধ্যে আরো রয়েছে– আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
বাদী সাখাওয়াত হোসেন মামলার অভিযোগে উল্লেখ করেন, 'তার ভাই মনির সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন এলাকার একটি ভবনের কেয়ারটেকার ছিলেন। ২০ জুলাই আন্দোলন চলাকালে আসামিরা তার ভাইকে ডাচ-বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে চুনা ফ্যাক্টরির সামনের সড়কে গুলি করে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ৩০০ শয্যার হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।