জ্যাক মা নয়, চীনের শীর্ষ ধনী ‘ওয়াটার টাইকুন’ ঝং শানশান
জ্যাক মা নন, চীনা বোতলজাত পানি বিক্রেতা ঝং শানশানই বর্তমানে চীনের শীর্ষ ধনী ব্যক্তি। দেশটিতে বুধবার প্রকাশিত নতুন আরেকটি সূচকেও শীর্ষস্থানে রয়েছেন তিনি।
নংফু স্প্রিং মিনারেল ওয়াটার কোম্পানির মালিক ষাটোর্ধ্ব ঝংয়ের ভাগ্য গত বছর থেকেই ঘুরতে শুরু করে। করোনা পরীক্ষার চাহিদা বাড়ায় মহামারিতে তার ফার্মা কোম্পানি ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজের শেয়ার দর বেড়ে যায় বহুগুণ।
হুরুন রিচ লিস্ট অনুযায়ী, বর্তমানে সাত শতাংশ বর্ধিত হয়ে ঝংয়ের সম্পদের মোট মূল্য ৬০.৫ বিলিয়ন ডলার।
গত বছর এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন ঝং। চীনা কমিউনিস্ট পার্টি সমতার লক্ষ্যে সম্পদের পুনঃবণ্টন শুরু করলে অন্যান্য ধনকুবেরের সম্পদের বিলিয়ন বিলিয়ন অর্থ বিয়োজিত হয়; এতে ঝং শীর্ষে উঠে আসেন।
অন্যদিকে গত বছরের শীর্ষ ধনী মার সম্পদের পরিমাণ ৩৬ শতাংশ কমে ৩৯.৬ বিলিয়ন হওয়ায় তিনি নেমে গেছেন পঞ্চমে।
গত বছরের শেষের দিকে চীনের অর্থ নিয়ন্ত্রকদের সমালোচনা করে একটি বক্তৃতা দেওয়ার পরেই জ্যাক মা আর তার অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা বেইজিংয়ের অনুগ্রহ হারাতে শুরু করে।
এছাড়াও শেয়ার দর কমেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। ভিডিও গেমিংয়ের উপর চীনা সরকারের নিষেধাজ্ঞার কারণে ১৯ শতাংশ সম্পদ কমে দুই ধাপ নেমে চতুর্থ স্থানে অবস্থান করছেন গেমিং জায়ান্ট এবং চীনা বহুজাতিক কনগ্লোমারেট হোল্ডিং কোম্পানী টেনসেন্টের স্বত্বাধিকারী পোনি মা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।
তালিকাটি সংকলনকারী হুরুন রিসার্চ ইনস্টিটিউট আরও জানিয়েছে, এই প্রথম রিয়েল এস্টেট খাতের কারো নাম শীর্ষ দশে জায়গা পায় নি।
তবে এই খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই মুহূর্তে গভীর সংকটে পতিত প্রপার্টি জায়ান্ট এভারগ্রান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা জু জিয়াইন।
২০১৭ সালে তালিকার শীর্ষে ছিলেন জু, গত বছরও ধরে রেখেছিলেন পঞ্চম স্থান। কিন্তু প্রায় ৭০ শতাংশ কমে সম্পদের মান ১১.৩ বিলিয়ন ডলারে নেমে আসায় তার ঠাঁই হয়েছে একেবারে তলানীতে, ৭০তম স্থানে।
চীনে এভারগ্রান্ড সংকট বিনিয়োগকারীদের ভাবনা এবং পরিকল্পনাতে প্রভাব ফেলছে, যা দেশের গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট খাতকে বিপর্যস্ত করে বৃহত্তর অর্থনীতিতে সম্ভাব্য ঝুঁকির আশঙ্কা তৈরি করেছে।
- সূত্র- টাইমস অফ ইন্ডিয়া