বোতলজাত পানির বিলিয়নেয়ার ঝং শানশান এখন চীনের সবচেয়ে ধনী
চীনের বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান নংফু স্প্রিং-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঝং শানশান টানা চতুর্থ বছরের মতো চীনের শীর্ষ ধনীর মর্যাদা ধরে রেখেছেন। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন থেকে প্রকাশিত চীনের শীর্ষ ধনীর তালিকায় তিনি প্রথম স্থানে রয়েছেন।
নিজেদের চীনের সবচেয়ে বড় বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করা নংফু স্প্রিং সম্প্রতি বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। অনলাইন আক্রমণের পাশাপাশি চীনের বোতলজাত পানির বাজারে তীব্র মূল্যযুদ্ধের মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
গত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ২৮ শতাংশ কমে যায়। ফলে, ঝং শানশানের সম্পদ ৯.৩ বিলিয়ন ডলার কমে গিয়ে ৫০.৮ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এই বছরের ফেব্রুয়ারিতে হ্যাংঝৌ ওয়াহা গ্রুপের প্রতিষ্ঠাতা ঝং চিংহোউ মারা যাওয়ার পর থেকে নংফু স্প্রিংয়ের সমস্যাগুলো শুরু হয়। চিংহোউ ছিলেন ঝং শানশানের সাবেক ব্যবসায়িক অংশীদার।
তার মৃত্যুর পর অনেকেই অনলাইনে ৬৯ বছর বয়সী ঝং-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ঝং একসময় ওয়াহা গ্রুপের একজন পরিবেশক ছিলেন এবং পরে একটি প্রতিদ্বন্দ্বী ব্যবসা শুরু করেন।
অভিযোগকারীরা নংফু স্প্রিংয়ের বিরুদ্ধে বয়কটের ডাক দেন এবং ঝং-এর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, ঝং-এর সম্ভাব্য উত্তরাধিকারী, তার ৩৬ বছর বয়সী পুত্র শু জি মার্কিন নাগরিক হওয়ায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তার চীনা পরিচয় হারাবে। প্রতিষ্ঠানটির ২০২০ সালের প্রসপেক্টাসে এই তথ্য উল্লেখ করা হয়েছিল।
নংফু স্প্রিং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বারবার সব অভিযোগ অস্বীকার করেছে।
আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে ঝং বলেন, তিনি নিজ থেকে এই অবস্থানে এসেছেন এবং তার "প্রতিটি পয়সা সৎ উপায়ে উপার্জন করা।" এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, নংফু স্প্রিং "চিরকাল চীনেরই থাকবে।"
এই সমস্যাগুলোর কারণে নংফু স্প্রিংয়ের এই বছরের প্রথমার্ধে পানি বিক্রি এবং আয়ের প্রবৃদ্ধি কমে গেছে।
গত বছরের ২৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এই বছর প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৮ শতাংশ বেড়ে ৬.২ বিলিয়ন ইয়ান (৮৭৩ মিলিয়ন ডলার) হয়েছে।
নংফু স্প্রিং-এর আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ বিলিয়ন ইয়ান হয়েছে। আগের বছরের ২৩ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় আয় কম হলেও, রেডি-টু-ড্রিংক চা বিক্রির ব্যাপক চাহিদা প্রতিষ্ঠানটিকে কিছু সহায়তা করেছে।