নিউজিল্যান্ডের মসজিদে হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিকে রায় শোনাতে ক্রাইস্টচার্চে হাজির
গত বছর নিউজিল্যান্ডের মসজিদে নামাজ পড়া অবস্থায় গুলি করে ৫১ জনকে নির্মমভাবে হত্যায় অভিযুক্ত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্যক্তি ব্রেন্টন ট্যারেন্টকে আদালতের রায় শোনাতে রোববার দেশটির ক্রাইস্টচার্চে আনা হয়েছে।
অস্ট্রেলিয়ান ওই যুবককে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে নিউজিল্যান্ড বিমানবাহিনীর একটি বিমানে করে রোববার বিকেলে ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে আনা হয়।
৫১টি হত্যা, ৪০টি হত্যাচেষ্টা ও একটি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের অভিযোগে বিচার চলছে তার।
বিচারের রায় শোনাতে দেশটির অকল্যান্ড কারাগার থেকে তাকে ক্রাইস্টচার্চে আনা হলো। এ শহরেই ঘৃণিত ওই হত্যাকাণ্ড চালিয়েছিলেন তিনি।
ক্রাইস্টচার্চের একটি আদালতে সোমবার শুনানি শুরু হবে। সেখানে ওই হামলার শিকার হয়ে বেঁচে যাওয়াদের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যরাও সাক্ষ্য দেবেন।
কয়েকদিনের শুনানি শেষে ট্যারান্টকেও আত্মপক্ষ সমর্থনে কথা বলার সুযোগ দেওয়া হবে। তারপর আদালত ঘোষণা করবেন।
নিউজিল্যান্ডে হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে এক্ষেত্রে বিচারক চাইলে কোনোদিনই কারামুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না- এমন যাবজ্জীবনেরও রায় দিতে পারেন, যে রায় এর আগে কখনোই দেশটিতে প্রয়োগ করা হয়নি।
- সূত্র: রয়টার্স