ভ্যাকসিনের বুস্টার ডোজ উল্লেখযোগ্য হারে সংক্রমণের ঝুঁকি কমায়: ইসরায়েল
ইসরায়েলে ৬০ বছর ও ততোর্ধ্ব বয়সীদের যারা ফাইজারের ভ্যাকসিন তৃতীয় ডোজ নিয়েছেন তাদের মধ্যে দুই ডোজ নেওয়া ব্যক্তিদের তুলনায় সংক্রমণ ও গুরুতর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। গতকাল রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।
গত বৃহস্পতিবার দেশটির টিকাদান বিশেষজ্ঞরা এক বৈঠকে এসব তথ্য তুলে ধরেন ও রোববার ওয়েবসাইটে প্রকাশিত হয়। এখনো গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
করোনাভাইরাসে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ কমাতে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে ম্যাকাবি হেলথকেয়ার সার্ভিসেসের গত সপ্তাহে প্রকাশিত হিসাবে নতুন এই অনুসন্ধানের ফলাফলের মিল পাওয়া গেছে।
ইসরায়েলের গার্টনার ইনস্টিটিউট ও কেআই ইনস্টিটিউটের পরিসংখ্যানের ফলাফলের ভিত্তিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেওয়ার ১০ দিন পর থেকে ভাইরাসের বিরুদ্ধে যে সুরক্ষা পান, তা দ্বিতীয় ডোজের তুলনায় চারগুণ বেশি।
গুরুতর অসুস্থ হওয়া ও হাসপালে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তৃতীয় ডোজ নেওয়ার ১০ দিন পর থেকে সুরক্ষার মাত্রা দ্বিতীয় ডোজের তুলনায় পাঁচ-ছয় গুণ বেশি।
৬০ বছর বা তার বেশি বয়সীরা কোভিডে-১৯ আক্রান্ত হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। গত ডিসেম্বরে দেশটিতে টিকাদান শুরু হলে তাদেরই সর্বপ্রথম টিকাদানের আওতায় আনা হয়।
- সূত্র: রয়টার্স