মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়া রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ মোদির
ভারতের উত্তর প্রদেশের বারানসিতে নিজ সংসদীয় আসনে এক দিনের সফরকালে মঙ্গল কেওয়াত নামের রিকশাচালকের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত রোববার মোদির সঙ্গে দেখা হয় কেওয়াতের। এ রিকশাচালক মেয়ের বিয়েতে ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত করেছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সাক্ষাতের সময় মঙ্গল কেওয়াত ও তার পরিবারের খোঁজখবর নেন মোদি। একই সঙ্গে তিনি স্বচ্ছ ভারত অভিযানে অবদানের জন্য কেওয়াতের প্রশংসা করেন।
মোদির কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে কেওয়াত বারানসির নিজ গ্রামের পাশে গঙ্গা নদী পরিষ্কারে নামেন।
এর আগে মেয়ের বিয়ে উপলক্ষে মোদির কাছ থেকে অভিনন্দনমূলক একটি চিঠি পেয়েছিলেন এ রিকশাচালক। ওই চিঠি পেয়ে আনন্দিত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
মোদির কাছ থেকে চিঠি পেয়ে গত শনিবার বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) কেওয়াত বলেন, “শুরুতে প্রধানমন্ত্রী মোদির কাছে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম আমরা; আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এটি হস্তান্তর করেছি। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে আমরা অভিনন্দনসূচক চিঠি পেয়েছি,যা আমাদের ভীষণ আনন্দিত করেছে।”
মোদির বারানসি সফরকালে তার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিলেন কেওয়াত ও তার স্ত্রী রেনু দেবী।