সরিয়ে ফেলা হচ্ছে কলম্বাসের মূর্তি
মেক্সিকো সিটিতে অবস্থিত ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি প্রতিস্থাপন করা হচ্ছে। আর এর জন্যে রহস্যময় একজন প্রাক-হিস্পানিক নারীর ভাস্কর্যের রেপ্লিকা বেছে নেওয়া হয়েছে। শহরের রিফর্মা বুলেভার্ডে অবস্থিত কলম্বাসের মূর্তিটি।
এ বছরের জানুয়ারিতে, মেক্সিকোর উপসাগরীয় উপকূলের কাছাকাছি হুয়াসটেকা অঞ্চলে আবিষ্কৃত হয় নারীমূর্তিটি। 'দ্য ইয়াং ওমেন অব আমাজাক' হিসেবে পরিচিত এ মূর্তি। তবে, পাথরে খোদাই করা চেহারাটি আদতে কার, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আবিষ্কারের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি জানিয়েছিল, মূর্তিটি হুয়াসটেক সংস্কৃতির উর্বরতা দেবীর অনুরূপ। তবে, মূর্তিটি অভিজাত অথবা শাসক শ্রেণীর কোনো সদস্যের হতে পারে বলেও ধারণা করছেন তারা। মূর্তিটির চোখের কোটরে রঙিন পাথর ছিল বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মেক্সিকো সিটির নৃবিজ্ঞান জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬ ফুট (২ মিটার) উচ্চতার এ মূর্তিটি। কলম্বাসের ভাস্কর্য প্রতিস্থাপনের জন্য যে প্রতিরূপ তৈরি হবে সেটি আসল মূর্তির উচ্চতার অন্তত তিনগুণ বড়। দ্য ইয়াং ওমেন অব আমাজাক- এর ভাস্কর্যটি কলম্বাসের ভাস্কর্যের ভিত্তির উপরই স্থাপিত হবে।
তবে, এটিই মেক্সিকান সিটির একমাত্র আদিবাসী ভাস্কর্য নয়। শহরের রিফর্মা বুলেভার্ডে আদিবাসীদের আরও কিছু ভাস্কর্য ছিল। কিন্তু, সেগুলো মূলত নব্য-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি করা হয়েছিল। অর্থাৎ, কলম্বাসের মূর্তিটি যেভাবে তৈরি, সেই ভাস্কর্যগুলোও একইভাবে তৈরি।
গত বছরের ১২ অক্টোবর সংস্কার কাজের জন্য সরিয়ে ফেলা হয়েছিল কলম্বাসের মূর্তিটি। ১৪৯২ সালের এই দিনেই কলম্বাস আমেরিকান দ্বীপে এসেছিলেন। যুক্তরাষ্ট্রে কলম্বাস ডে হিসেবে প্রচলিত থাকলেও মেক্সিকানরা দিনটিকে 'ডিয়া দে লা রাজা' বা ডে অব দ্য রেস বলে থাকে।
প্রায়শই, ১২ অক্টোবর আদিবাসীদের উপর বর্বর আচরণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ চলে শহরটিতে। বিক্ষোভকারীরা মূলত সেসময় কলম্বাসের মূর্তিকেই গ্রাফিতির জন্য লক্ষ্যবস্তু হিসেবে করে থাকেন।
এর আগে, মেক্সিকো সিটির মেয়র প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এবং ক্লডিয়া শাইনবামের সমালোচকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছিল কলম্বাসের মূর্তি প্রতিস্থাপনের পরিকল্পনা।
স্প্যানিশদের কাছে অ্যাজটেকের রাজধানী টেনোচিটলান (বর্তমানে মেক্সিকো সিটি) এর পতনের ৫০০ তম বর্ষপূর্তিতে কলম্বাসের মূর্তি বিতর্কের শুরু হয়।
কলম্বাসের পরিবর্তে একজন আদিবাসী নারীর ভাস্কর্য স্থাপনের প্রস্তাবনা দিয়েছিলেন মূলত শাইনবাম। সেই দিনটিকে তিনি "৫০০ ইয়ারস অফ ইনডিজেনাস রেজিস্ট্যান্স" হিসেবে উল্লেখ করেছিলেন। কলম্বাসের মূর্তি প্রতিস্থাপনের এই পরিকল্পনাকে তিনি "ডিকলোনাইজেশন অব প্যাসিও দে লা রিফর্মা" হিসেবে বর্ণনা করেছেন।
কিন্তু যে প্রতিস্থাপন মূর্তির প্রস্তাবনা দেওয়া হয় সেটি নিয়েও বিতর্কের সৃষ্টি হয় তখন। শিল্পী পেড্রো রেইস বলেন, তারা যে ভাস্কর্যটিকে ওলমেক মূর্তি দ্বারা অনুপ্রাণিত বলেছিলেন, সেটি আদতে দেখতে ছিল ভিনগ্রহের কোনো প্রাণির মতো।
এ বিষয়ে ইবেরোমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসবিদ ইলন সেমো বলেন, "তরুণ ইতিহাসবিদদের মধ্যে এই ধারণা প্রচলিত ছিল যে, আদিবাসী সংস্কৃতির সাথে স্প্যানিশ সংস্কৃতির সংমিশ্রণে মেক্সিকোর সংস্কৃতি তৈরি। এই ধারণার অবশেষে অবসান ঘটছে।"
মঙ্গলবার, নৃবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান, ডিয়েগো প্রিটো হার্নান্দেজ বলেন, কলম্বাসের মূর্তির প্রতি ক্রমাগত হুমকির ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মূর্তিটি একটি নিরিবিলি পার্কে স্থানান্তরিত হবে বলে জানান তিনি।
"এই সিদ্ধান্তটি [কলম্বাস] চরিত্রের আদর্শগত দিক বিবেচনার উপর ভিত্তি করে নেওয়া হয় নি। বরং, মূর্তিটিকে রিফর্মা বুলেভার্ডে রেখে দেওয়া হলে সেটি হুমকি এবং প্রতিবাদের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহৃত হতো," বলেন হার্নান্দেজ।
- সূত্র- দ্য গার্ডিয়ান