৭ বছরে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন সাড়ে ৮ লাখ মানুষ
গত ৭ বছরে প্রায় ৮.৫ লাখ ভারতীয় তাদের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটি পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের সংসদে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, চলতি বছরে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ১,১১,২৮৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। সূত্রের খবর, চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত গত সাত বছরে ৮, ৮১,২৫৪ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
অন্যদিকে ভারতের এ কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫ জন বিদেশি নাগরিক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্য়ে পাকিস্তানের ৭,৭৮২ জন ও আফগানিস্তানের ৭৯৫ জন রয়েছেন।
তিনি জানান, বর্তমানে ১ কোটিরও বেশি ভারতীয় বিদেশে বসবাস করছেন।