বসফরাস ও দার্দানেলিস প্রণালীতে যুদ্ধজাহাজ চলতে দেবে না তুরস্ক
তুরস্কের বসফরাস ও দার্দানেলিস প্রণালী দুটি দিয়ে কোনো যুদ্ধজাহাজ যেন চলাচল করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত নদী তীরবর্তী ও নদী দূরবর্তী দেশগুলোকে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। সোমবার এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমাতে ১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন চুক্তি স্বচ্ছতার সঙ্গে পালন করবে তার দেশ। এরপরেই পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলুর এ মন্তব্য আসে।
১৯৩৬ সালের মন্ট্রেক্স কনভেনশন অনুসারে, ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্তকারী দার্দানেলিস ও বসফরাফ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে ন্যাটোর মুসলিম সদস্য দেশ তুরস্কের। ফলে যুদ্ধের সময় অথবা কোনো হুমকি মুখোমুখি হলে, এই প্রণালীগুলোতে যুদ্ধজাহাজের চলাচল বন্ধ রাখা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে দেশটির হাতে। এছাড়া, নিবন্ধিত ঘাঁটিতে ফিরে আসা জাহাজগুলোকে অব্যাহতি দেওয়ারও একটি ধারা রয়েছে চুক্তিতে।
রোববার ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে 'যুদ্ধ' হিসেবে অভিহিত করে তুরস্ক। সেইসঙ্গে কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক মন্ট্রেক্স চুক্তি 'স্বচ্ছতার' সঙ্গে বাস্তবায়ন করার ঘোষণা দেয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু জানান, প্রণালীগুলোতে রাশিয়ার যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হবে।
রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "মন্ট্রেক্স চুক্তিতে যা বলা হয়েছে, আমরা তা বাস্তবায়ন করেছি এবং এখন থেকে আমরা তাই করব। আজ এখন পর্যন্ত প্রণালী ব্যবহারের কোনো অনুরোধ আসেনি।"
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সামুদ্র সীমানা রয়েছে তুরস্কের। সেইসঙ্গে উভয়ের সঙ্গে সুসম্পর্কও রয়েছে দেশটির।
- সূত্র: ডেইলি সাবাহ