পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন সোমবার
শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের মাধ্যমে পতন হয়েছে ইমরান খান সরকারের। ফলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এখন কে হবেন সেই জল্পনাও শুরু হয়েছে ইতোমধ্যে। উঠে এসেছে একাধিক রাজনৈতিক নেতার নাম। জানা গেছে, সোমবারেই (১১ এপ্রিল) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। ওই অধিবেশনেই স্থির হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম।
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১১ এপ্রিল স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশনে বসবেন সংসদ সদস্যরা। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ওই অধিবেশনে সভাপতিত্ব করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের আয়াজ সাদিক। তিনি জানান, রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩টা নাগাদ শুরু হবে স্ক্রুটিনি বা বাছাই প্রক্রিয়া। প্রথমে সোমবার সকাল ১১টায় একটি অধিবেশনে বসার আহ্বান জানান সাদিক। জানান, এরপরই শুরু হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। পরে অবশ্য পাকিস্তান পার্লামেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, অধিবেশন বসবে সোমবার দুপুর ২টায়।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী কে হবেন, এ নিয়ে জল্পনায় একাধিক নাম সামনে আসলেও বাকিদের থেকে দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ'র সভাপতি শেহবাজ শরিফ। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ ইমরান খান সরকারের পতনের পর জানান, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না।
"আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না, কারো প্রতি অবিচার করব না এবং কাউকে জেলে পাঠাব না, আইন তার নিজস্ব গতিতেই চলবে", যোগ করেন শেহবাজ।
- সূত্র: এনডিটিভি