ওয়াসিম আকরামের সেরার তালিকায় সবার শেষে শচিন
তার সময়ে সেরা ব্যাটসম্যানদের তালিকাটা দীর্ঘ ছিল। এর মধ্যে আবার কেউ কেউ ছিলেন রাজার আসনে। সেই ব্যাটসম্যানদের মধ্য থেকে পাঁচজনকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তার তালিকায় সবার শেষে জায়গা হয়েছে ভারতের ব্যাটিং জিনিয়াস শচিন টেন্ডুলকারের।
ওয়াসিম আকরামের সেরা পাঁচ ব্যাটসম্যানের সবাই যে কিংবদন্তি, তেমন নয়। তবে নিজেদের সময়ে অন্যতম সেরা ছিলেন তারা। তেমনি একজন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইনজামাম উল হক। আবার নিউজিল্যান্ডের মার্টিন ক্রোয়ের নামও উল্লেখ করা যায়। এই দুই ব্যাটসম্যানকেই শচিনের আগে রেখেছেন ওয়াসিম।
শচিনকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে অনেক রেকর্ড নিজের করে নেওয়া শচিন ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি (টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে) করেছেন। তবু সেরা তিনে শচিনকে জায়গা দেননি ওয়াসিম। তার সেরা পাঁচের তালিকায় আছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, মার্টিন ক্রো, ব্রায়ান লারা, ইনজামাম উল হক ও শচিন টেন্ডুলকার।
ওয়াসিম তার সর্বকালের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকার এক নম্বরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটর স্যার ভিভিয়ান রিচার্ডসকে। সেই সময়ের অন্যতম মারকুটে ব্যাটসম্যান ভিভ রিচার্ডস দেশের হয়ে ১২১টি টেস্ট খেলেন। ২৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরিসহ ৫০.২৩ গড়ে ৮ হাজার ৫৪০ রান করেন তিনি।
ওয়ানডেতেও রাজার দাপটে খেলেছেন ভিভ রিচার্ডস। ১৮৭ ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরিসহ ৪৭ গড়ে ৬ হাজার ৭২১ রানের মালিক ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি। ওয়ানডে তার সেরা ইনিংস ১৮৯ রানের। ভিভ রিচার্ডসের অপরাজিত এই ইনিংসটি দীর্ঘদিন টিকে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে।
দুই নম্বরে মার্টিন ক্রো। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক দেশের হয়ে ৭৭টি টেস্ট খেলেছেন। প্রয়াত কিউই এই ব্যাটসম্যান ১৭টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরিসহ ৪৫.৩৬ গড়ে ৫ হাজার ৪৪ রান করেন। ১৪৩ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি ও ৩৪টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.৫৫ গড়ে ৪ হাজার ৭০৪ রান করেন মার্টিন ক্রো।
তিন নম্বরে রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারা। সর্বকালের সেরা বাঁহাতি ব্যাটসম্যানও বলা হয় তাকে। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজকে দীর্ঘদিন পথ দেখিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম লারা। ১২১ টেস্টে ৫২.৮৮ গড়ে ১১ হাজার ৯৫৩ রানের মালিক কিংবদন্তি এই ব্যাটসম্যান। সাদা পোশাকে সেঞ্চুরি করেন ৩৪টি, আছে ৪৮টি হাফ সেঞ্চুরি।
লারার করা অপরাজিত ৪০০ রানের ইনিংসটি এখনও টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২৯৯ ওয়ানডেতে ৪০.৪৮ গড়ে ১০ হাজার ৪০৫ রান করেন তিনি। এই ফরম্যাটে তার সেঞ্চুরিসংখ্যা ১৯টি, হাফ সেঞ্চুরি ৬৩টি।
ওয়াসিম আকরাম চার নম্বরে রেখেছেন স্বদেশী ইনজামাম উল হককে। সাবেক পাকিস্তানি এই অধিনায়ক ১২০ টেস্টে ২৫টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিসহ ৪৯.৬০ গড়ে ৮ হাজার ৮৩০ রান করেন। ৩৭৮ ওয়ানডেতে ইনজামামের রান ১১ হাজার ৭৩৯। এই ফরম্যাটে তার সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি ৮৩টি।
পাঁচ নম্বরে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকার। ব্যাট হাতে তার রেকর্ডের পরিমাণ যেকোনো ব্যাটসম্যানের চেয়ে বেশি। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ২০০টি টেস্ট খেলেছেন শচিন। যেখানে ৫৩.৭৮ গড়ে ১৫ হাজার ৯২১ রান করেন তিনি। টেস্টে সর্বোচ্চ রানের মালিক তিনিই।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরি ও ৬৮টি হাফ সেঞ্চুরি করেছেন শচিন। ওয়ানডেতেও তার রাজত্ব। সবচেয়ে বেশি ৪৬৩টি ওয়ানডে খেলেছেন লিটল মাস্টার। ৪৪.৮৩ গড়ে করেছেন ১৮ হাজার ৪২৬ রান। টেস্টের মতো ওয়ানডেতেও সবচেয়ে বেশি রানের মালিক তিনি।
সেঞ্চুরিতেও তাই। ৫০ ওভারের ফরম্যাটে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি করেছেন শচিন। এ ছাড়া ৯৬টি হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি (২০০*) করা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারই।