বৃষ্টির পেটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের দুই দিন মিলিয়েও ৯০ ওভারের খেলা হলো না। প্রথম দিন তবু ৫৭ ওভারের খেলা হয়। কিন্তু দ্বিতীয় দিনের প্রায় পুরোটাই গেল বৃষ্টির পেটে। সকাল থেকেই বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয় বেশ দেরিতে। ১২টা ৫০ মিনিটে শুরু হলেও অবশ্য বেশি সময় চলেনি খেলা। ৬.২ ওভারের পর শুরু হয় বৃষ্টি, এরপর আর থামেনি।
দুপুর ৩টার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন আধা ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান তুলেছে। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন। টেস্ট এটা বাবরের ১৯তম হাফ সেঞ্চুরি, আজহার আলীর ৩৪তম।
বৃষ্টিতে আবার খেলা বন্ধ
সকাল থেকেই ছিল বৃষ্টির হানা। বারবার মাঠ প্রস্তুত করেও খেলা শুরু করা যায়নি। অবশেষে ১২টা ৫০ মিনিটে শুরু হয় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু কিছুক্ষণ পরই বৃষ্টির হানা, আবার খেলা বন্ধ হয়ে গেছে। ৬.২ ওভারে পাকিস্তান ২৭ রান তোলার পর বৃষ্টি শুরু হয়, এখনও বৃষ্টি হচ্ছে। প্রথম ইনিংসে ৬৩.২ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।
অবশেষে মাঠে গড়ালো খেলা
বারবার নতুন সময় দিয়ে খেলা শুরু করা যায়নি। বারবার বৃষ্টির হানায় বদলে গেছে খেলা শুরুর সময়। অবশেষে মাঠে গড়ালো খেলা। ১২টা ৫০ মিনিট থেকে শুরু হয়েছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ২ উইকেটে ১৬১ রান নিয়ে ব্যাটিং শুরু করেছে পাকিস্তান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।
খেলা শুরুর নতুন সময় ১২টা ৫০
বারবার বৃষ্টির হানায় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। আগের দিয়ে দেওয়া হয় লাঞ্চের বিরতি। ১২টা ৪০ মিনিটে আম্পায়াররা উইকেট পর্যবেক্ষণ করে খেলা শুরুর নতুন সময় দিয়েছেন। ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হবে।
প্রথম দিন ৫৭ ওভারে ২ উইকেটে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১৬১ রান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।
কোনো বল না গড়িয়েই লাঞ্চ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে পারেনি। কোনো বল না গড়িয়েই লাঞ্চ দেওয়া হয়েছে। অন্যান্য সময় ১২টায় লাঞ্চ হলেও এদিন আগেই দিয়ে দেওয়া হয়েছে। এর আগে বেশ কয়েক দফায় মাঠ প্রস্তুত করেও খেলা শুরু করা যায়নি। কিছুক্ষণ পরপরই বৃষ্টি হতে থাকে। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ পর্যন্ত চলবে লাঞ্চ।
১১টা ২০ মিনিটে খেলা শুরু, দিনের খেলা ৭৮ ওভারের
বৃষ্টি থেমেছে, সরিয়ে নেওয়া হয়েছে কভার। মাঠও প্রায় প্রস্তুত, ১১টা ২০ মিনিটে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের ৩৩ ওভারের খেলা হয়নি। দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা মাঠে গড়ায়নি। সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। প্রায় ২ ঘণ্টা পর খেলা শুরু হতে যাচ্ছে।
প্রথম দিন ৫৭ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৬১ রান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।
কভার সরিয়ে নেওয়া হয়েছে, খেলা শুরুর অপেক্ষা
বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে মিরপুর টেস্টের প্রথম দিনের ৩৩ ওভারের খেলা হয়নি। দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা মাঠে গড়াতে পারেনি। সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। ১০টা ৪০ মিনিটে পর্যবেক্ষণ করা হবে। এরপর খেলার শুরুর সময় জানানো হবে।
প্রথম দিন ৫৭ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৬১ রান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।