প্রথম দিন সমানে সমান লড়াই
প্রথম দিন শেষে হিসাব বরাবর, এগিয়ে নেই কোনো দল। ঢাকা টেস্টের প্রথম দিনে লড়াই হলো সমানে সমান। আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামরা উইকেট নিলেন, রান করলেন ক্রেইগ ব্রাথওয়েট, এনক্রুমাহ বোনাররা। বোনার এখনও অপরাজিত, ৭৪ রান করে প্রথম দিন শেষ করেছেন তিনি। ২২ রানে টিকে আছেন জশুয়া ডা সিলভা।
বোনার-ডা সিলভা জুটিতে শেষের ১৯ ওভার ভালোভাবেই কাটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২২৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে ক্যারিবীয়রা। বল হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন রাহি, তাইজুল, সৌম্য সরকাররা।
প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামা রাহি ১৮ ওভারে ৪৬ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন। তাইজুলের শিকারও ২ উইকেট। একটি উইকেট পেয়েছেন সৌম্য। বাকি দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান উইকেটশূন্য থেকে গেছেন।
এরআগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৬৬ রান যোগ করেন ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ৩৬ রান করা ক্যাম্পবেলকে ফেরান তাইজুল। ৪৭ রান করা ব্রাথওয়েট সৌম্যর বলে স্লিপে ক্যাচ দেন। এদিন শেন মোজলে, কাইল মেয়ার্সরা উইকেটে বেশি সময় টিকতে পারেননি।
বোনার-ব্ল্যাকউড জুটি ভাঙলেন তাইজুল
কিছুক্ষণের ব্যবধানে ক্রেইগ ব্রাথওয়েট ও কাইল মেয়ার্সকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড। এই জুটিতে গুছিয়েই উঠেছিল ক্যারিবীয়রা। এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরালেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার ব্ল্যাকউডকে ফিরিয়ে দিয়েছেন। নিজের বলেই ক্যাচ ধরে উইন্ডিজ ব্যাটসম্যানকে আউট করেন তাইজুল। ফেরার আগে ২৮ রান করেন ব্ল্যাকউড। ৭৪ ওভার শেষে ৫ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ১৮২ রান। উইকেটে আছেন বোনার ও জশুয়া ডা সিলভা।
'ভয়ঙ্কর' মেয়ার্সকে ফিরিয়ে দিলেন রাহি
কাইল মেয়ার্স নামটি বাংলাদেশের কাছে দুঃস্বপ্নের মতোই। ক্যারিবীয় এই ব্যাটসম্যানের কাছেই চট্টগ্রাম টেস্ট হারতে হয় বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে তাকে উইকেটে থিতু হতে দিলো না ঘরের মাঠের দলটি। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১০ রানের মহাকাব্যিক ইনিংস খেলা মেয়ার্সকে ফিরিয়ে দিয়েছেন আবু জায়েদ রাহি। ৫ রান করেই থেমেছেন তিনি।
এর কিছুক্ষণ আগে উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান সৌম্য সরকার। আউট সুইংয়ে স্লিপে ক্যাচ দিতে ব্রাথওয়েটকে বাধ্য করেন সৌম্য। ফেরার আগে ৪৭ রান করেন ব্রাথওয়েট। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপেই পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫২ ওভার শেষে ৪ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ১২৩ রান। উইকেটে আছেন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড।
এক বছর পর উইকেটের স্বাদ পেলেন রাহি
বাংলাদেশ দলে কেবল সাদা পোশাকেই আবু জায়েদ রাহিকে বিবেচনা করা হয়। যে কারণে ম্যাচ খেলতে ডানহাতি এই পেসারের অপেক্ষাটা অন্যদের চেয়ে দীর্ঘ হয়। গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলা রাহি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলছেন। ফেরার পর্বে বেশি সময় উইকেটহীন থাকতে হয়নি তাকে।
শেন মোজলেকে ফিরিয়ে প্রায় এক বছর পর উইকেটের স্বাদ নিলেন রাহি। বাংলাদেশ পেসারের অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনেন মোজলে। ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় ভেঙে যায় তার স্টাম্প। ৩৫ ওভার শেষে ২ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ৮৮ রান। উইকেটে আছেন ক্রেইগ ব্রাথওয়েট ও এনক্রমাহ বোনার।
ক্যাম্পবেলকে ফেরালেন তাইজুল
মিরপুর টেস্টে ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দিনের প্রথম চা বিরতি পর্যন্ত দাপট দেখিয়ে ব্যাটিং করেন দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। ১৫ ওভারে ৫৫ রান যোগ করেন তারা। এরপরও সাবলীলভাবে ব্যাটিং করে যাচ্ছিলেন তারা। অবশেষ তাদের জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দিয়েছেন। ৩৬ রান করা ক্যাম্পবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তাইজুল। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে সুইপ শট খেলতে যান ক্যাম্পবেল। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি উইন্ডিজের বাঁহাতি এই ওপেনার। জোরালো আবদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার।
২৫ ওভার শেষে ১ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৭৮ রান। উইকেটে আছেন অধিনায়ক ব্রাথওয়েট ও শেন মোজলে।