টানা হারে বিশ্বকাপ স্বপ্ন শেষ সালমাদের
চার ম্যাচের মিশন। এর মধ্যে তিনটিতেই হার। টানা এই হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা সালমাবাহিনী তৃতীয় ম্যাচেও হেরে গেছে।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ রানে হেরে যান বাংলাদেশের মেয়েরা। এই হারে বিশ্বকাপে টিকে থাকার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
বল হাতে দারুণ করেও ব্যাটিংয়ে সেই ধারাবাহিকতায় থাকতে পারেননি বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ডকে অল্প রানেই বেঁধে ফেলে বাংলাদেশ। রিতু মনি ও সালমা খাতুনের বোলিংয়ের মুখে ৯১ রানেই অলআউট হন কিউই মেয়েরা।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এই রানও দূরের পথ বানিয়ে ফেলে বাংলাদেশ। নিগার সুলতানা ছাড়া কেউই ব্যাট হাতে দলকে পথ দেখাতে পারেননি। ৭৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ২ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচ এখন সালমাদের জন্য নিতান্তই নিয়ম রক্ষার।
৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১৭ রানেই বিদায় নেন ওপেনার মুর্শিদা খাতুন। তার বিদায়ে শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। একে একে ফিরে যান আয়েশা রহমান, ফারজানা হক, রিতু মনি, রুমানা আহমেদরা। এর মাঝেও লড়াই করতে থাকা নিগার সুলতানা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। দ্বিতীয় বার ব্যাটিংয়ে নেমে ৭৪ রান পর্যন্ত লড়াই করেন নিগার। তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সর্বোচ্চ ২১ রান করেন নিগার। মুর্শিদা ১১ ও রিতু মনি ১০ রান করেন। নিউজিল্যান্ডের লেইগ ক্যাসপেরেক ও ম্যাচ সেরা হেলি জেনসেন ৩টি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা খারাপ ছিল না। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় তারা। সোফি ডিভাইনকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। সর্বোচ্চ ২৫ রান করা র্যাচেল প্রিস্টকেও ফেরান তিনি।
এরপর বল হাতে কিউই মেয়েদের ইনিংস গুঁড়িয়ে দেন রিতু মনি। মাত্র ১৮ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন ডানহাতি এই মিডিয়াম পেসার। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা বোলিং ফিগার। ৭ রানে ৩ উইকেট নেওয়া সালমার সামনেও ছিল এই রেকর্ড গড়ার হাতছানি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
নিউজিল্যান্ড: ১৮.২ ওভারে ৯১/১০ (র্যাচেল প্রিস্ট ২৫, সুজি বেটস ১৫; রিতু মনি ৪/১৮, সালমা ৩/৭)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ৭৪/১০ (নিগার ২১, মুর্শিদা ১১; ক্যাসপেরেক ৩/২৩ জেনসেন ৩/১১)।
ফল: নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: হেলি জেনসেন (নিউজিল্যান্ড)