দেশে ফিরেছেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে আসার আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১০ জানুয়ারি ঢাকা পৌঁছাবে ক্যারিবীয়রা। সিরিজকে সামনে রেখে ১০ জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। দলের প্রস্তুতিতে অংশ নিতে রোববার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার সকালে ঢাকা এসে পৌঁছান বিশ্বসেরা এই অলরাউন্ডার। মা শিরিন আক্তারকে নিয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। দলীয় অনুশীলন শুরুর আগে কয়েকদিন নিজের মতো করে ফিটনেস নিয়ে কাজ করবেন সাকিব। এরপর জাতীয় দলের প্রস্তুতিতে যোগ দেবেন তিনি।
নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডারের অপেক্ষা এখন জাতীয় দলে ফেরার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালে সেপ্টেম্বরে ম্যাচ খেলেন সাকিব। জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও না জানানোয় পরের মাসে এক বছরের জন্য নিষিদ্ধ হন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
নির্বাসিত ৩৬৫ দিন কাটিয়ে জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেন সাকিব। ফেরার পর্বটা অনুজ্জ্বল হলেও নিয়মিত ম্যাচ খেলে আসছিলেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন খুলনার দুই ম্যাচ বাকি থাকতে শশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। স্ত্রী-সন্তানের সঙ্গে ১৭ দিন কাটিয়ে আবার দেশে ফিরলেন তিনি।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকা পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সাতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শুরু হবে ক্যারিবীয়দের। ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২৮ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ।