গোল মিসের ভাইরাল ভিডিওর কারণে ফুটবল ছাড়তে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক!
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে ইরানের বিপক্ষে মাঠে নামবেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার। কিন্তু যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আগে টার্নারের একটি গোল মিস তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল! ২০১৩ সালে ফেয়ারফিল্ড বনাম আইওনা মেন'স সকারের ম্যাচের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়, যেখানে খুবই 'অদ্ভুত' এবং 'লজ্জাজনক' গোল মিস করেছিলেন ম্যাট টার্নার!
ফেয়ারফিল্ডের একজন ব্যাকআপ গোলরক্ষক হয়ে দুই বছর খেলেছিলেন ম্যাট টার্নার। ২০১৩ সালে ফেয়ারফিল্ড বনাম আইওনা মেন'স সকার দলের একটি ম্যাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আইওনার একজন খেলোয়াড় গোলপোস্ট লক্ষ্য করে একটি শট নেন যা গোলবারের উপর দিয়ে চলে যায়। ফিরতি বলটি ধরার জন্য গোলপোস্টে হাত পেতে দাঁড়িয়ে ছিলেন টার্নার, কিন্তু তিনি বল ধরতে ব্যর্থ হওয়ায় সেই বলই আবার জালে ঢুকে যায়!
টার্নারের এই 'হাস্যকর ও লজ্জাজনক' ভুলের ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে লোকে হাসাহাসি করতে থাকে। সবাই যখন তার এই ভিডিও বারবার দেখছে, তখন এই ভুলের খেসারত হিসেবে টার্নারকে বাকি মৌসুম কাটাতে হয়েছে বেঞ্চে বসে।
ইউএস মেন'স ন্যাশনাল সকার টিমের মিডিয়া টিমকে ম্যাট টার্নার এও জানিয়েছিলেন যে ঐ ঘটনায় মানুষের নানা বাজে মন্তব্যে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন!
কিন্তু সেই দুঃসময়ের সাথে লড়াই করে জয়ী হয়ে বহুদূর এগিয়ে গিয়েছেন টার্নার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ফুটবল দলের গোলকিপার এবং খেলছেন আর্সেনালের মতো ক্লাবের হয়ে।
তবে বুধবার রাতটা টার্নারের জন্য এক অগ্নিপরীক্ষার মতো। ইরানের বিপক্ষে দলকে জয়ী হতে সাহায্য করলেই আমেরিকা পৌছে যাবে শেষ ষোলতে। তাই বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে ম্যাট টার্নারের সামনে!
সূত্র: ইএসপিএন, স্পোর্টবাইবেল