ফেসবুকে ছড়িয়ে পড়া বাঘের ভিডিওটি সাতক্ষীরার নয়
লোকালয়ে বাঘের উপস্থিতির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে লোকালয়ে বাঘের ছুটাছুটির ওই ভিডিওটি। সেখানে বলা হচ্ছে, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকার ভিডিও এটি।
তবে বন বিভাগ জানিয়েছে, এটি গুজব।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবল হুসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের মধ্যে সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে এলে অবশ্যই সেটি বন বিভাগের নজরে আসত। ভিডিওটি কবে, কখন, কোথায় ধারণ করা, তার কোনো সঠিক তথ্য মিলছে না। তবেবলা হচ্ছে, এটি সাতক্ষীরা অঞ্চলের। তবে আদৌ এটি সাতক্ষীরার ভিডিও নয়।
তিনি বলেন, 'ধারণা করছি ভিডিওটি সুন্দরবন ভারতীয় অংশের কোনো এক এলাকার। কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। এটি গুজব ছাড়া কিছু নয়।'