বিতর্ক অব্যাহত: অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করলেন না রোনালদো
কয়েক মাস ধরেই বিতর্কের ঘেরাটোপে আটকে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপেও যেন বিতর্ককে ছাড়তে পারছেন না এই পর্তুগিজ তারকা।
সুইসদের পক্ষে জয়ের পরেরদিন বদলি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে অংশ নেননি আন্তর্জাতিক ফুটবলের এই সর্বোচ্চ গোলদাতা। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কা'র।
সুইজারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার সময়েই চমক, শুরুর একাদশে রোনালদোকে রাখনেনি কোচ ফার্নান্দো সান্তোস। নকআউট পর্বের এই ম্যাচে ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয়েছিল সিআর সেভেনকে।
শেষ ষোলোদের এই ম্যাচে ৬-১ গোলে সুইসদের হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়ে যায় পর্তুগাল। ম্যাচের পরদিন বদলি খেলোয়াড়দের নিয়ে অনুশীলনের আয়োজন করেন সান্তোস। কিন্তু রোনালদো সেখানে যোগ দেননি।
মার্কা বলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে খেলায়, সকলেই রোনালদোকে বদলি ফুটবলারদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে থাকার আশা করেছিলেন। কিন্তু সেখানে দেখা মেলেনি তার।
প্রথম একাদশেরা ব্যায়ামাগারে অনুশীলন করছিলেন, রোনালদো তাদের সঙ্গেই ছিলেন।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের ক্যারিয়ারে টানা ৩১টি ম্যাচে প্রথম একাদশে খেলেছেন রোনালদো। নকআউট পর্বের এই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার মাধ্যমে তার সেই রেকর্ডের ইতি ঘটল। সর্বশেষ ২০০৮ সালে অতিরিক্ত ফুটবলার হিসেবে ছিলেন তিনি। কাকতালীয়ভাবে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচের প্রতিপক্ষও ছিল সুইজারল্যান্ড।