বিকেএসপিতে ক্রিকেটারদের পরীক্ষা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে গত ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও ইনডোরে টানা চারদিন অনুশীলন করেছেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। এবার ম্যাচ অনুশীলন করে নিজেদের প্রস্তুত করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকেএসপিতে একদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার নিজেদের মধ্যে ভাগ হয়ে এই অনুশীলন ম্যাচ খেলবেন।
যদিও ২৪ জন ক্রিকেটারের অংশ নেওয়ার কথা ছিল এই ম্যাচে। কিন্তু অনুশীলনে বাঁ হাতে চোট পাওয়ায় তিন দিনের পর্যবেক্ষণে আছেন পেসার তাসকিন আহমেদ। আর পুরনো চোটে দল থেকেই ছিটকে গেছেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
স্বাভাবিক অবস্থা থাকলে একদিনের এই অনুশীলন ম্যাচে দুজন ক্রিকেটার নেওয়া সম্ভব ছিল। কিন্তু জৈব সুরক্ষা বলয়ের বাধ্যবাধকতার কারণে স্কোয়াডে বাড়তি ক্রিকেটার নেওয়ার সুযোগ নেই। যে কারণে ওয়ানডের প্রাথমিক দলে থাকা ২২ ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে এই ম্যাচটি খেলবেন। বিকেএসপিতে ম্যাচটি সকাল পৌনে ১০টায় শুরু হবে।
ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নামে একাদশ হবে। বুধবার রাতে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে মিলে একাদশ ঠিক করবেন তামিম ও মাহমুদউল্লাহ।
অনুশীলন ম্যাচ বলা হলেও ম্যাচটি শেষ পর্যন্ত কেবল অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। চূড়ান্ত দল গঠনে এই ম্যাচের পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হবে বলে আগেই জানিয়ে রেখেছেন বিসিবির নির্বাচকরা। সেদিক থেকে টিম ম্যানেজমেন্টের মতো ক্রিকেটাররাও বিশেষ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন ম্যাচটিকে।
একদিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি বিকেএসপিতে আরেকটি অনুশীলন ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। ক্রিকেটারদের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার ম্যাচ দুটি মাঠে থেকে দেখবেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হাবিবুল বাশার বলেন, 'টানা চারদিন অনুশীলন করেছে ক্রিকেটাররা। এবার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। অনুশীলন আর ম্যাচ খেলায় অনেক পার্থক্য। ম্যাচ খেলার মাধ্যমে ক্রিকেটাররা নিজের অবস্থান সম্পর্কে জানতে পারবে। আমরাও ধারণা পাব। এটা খুবই ভালো যে ক্রিকেটাররা অনুশীলনের পর দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।'
আসল লড়াই শুরু হবে ২০ জানুয়ারি। এদিন মিরপুরে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-উইন্ডিজ। ৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।