বিপ্লবকে কেন দেশে ফেরত পাঠানো হয়, জানালেন স্পিন কোচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের মূল স্কোয়াড, সঙ্গে দুজন রিজার্ভ খেলোয়াড়। বাংলাদেশ দলের সঙ্গে ওমান যান দুই রিজার্ভ খেলোয়াড় রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু কদিন পরই সিদ্ধান্তে পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। রুবেলকে দলের সঙ্গে রাখলেও গত ১০ অক্টোবর দেশে ফেরত পাঠানো হয় লেগ স্পিনার বিপ্লবকে। কেন তাকে ফেরত পাঠানো হয়েছিল, এতোদিন পরে সেটা জানালেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের দলের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করা। এই ম্যাচের আগেরদিন অনেক বিষয় নিয়েই কথা বললেন রঙ্গনা হেরাথ। এখানে বিপ্লবের দেশে ফেরার কারণ জানান তিনি।
সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ দলে থাকায় টিম ম্যানেজমেন্ট এই সমন্বয়ের ওপরই ভরসা রাখতে চেয়েছে। যে কারণে বিপ্লবকে দলের রাখার প্রয়োজন মনে করেনি বলে জানান হেরাথ। সাবেক এই লঙ্কান স্পিনারের ভাষায়, 'আমাদের তিনজন স্পিনার ছিল, তাই টিম ম্যানেজমেন্ট ভেবেছে এটাই সেরা সমন্বয়। আমি নিশ্চিত পাকিস্তান বা পরের সিরিজগুলোয় দলের সঙ্গে যুক্ত হবে বিপ্লব।'
বিপ্লবকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় চরম সমালোচনা হয়। বিশ্বকাপে অংশ নেওয়া প্রায় প্রতিটি দলের মূল স্কোয়াডে লেগ স্পিনার আছেন। বাংলাদেশের স্কোয়াডে লেগ স্পিনার তো নেই-ই, দলের সঙ্গে থাকা বিপ্লবকেও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিশ্বকাপে প্রতিপক্ষ দলের স্পিনারদের মোকাবিলা করার ব্যাপারটি মাথায় রেখে বিপ্লবের বিপক্ষে ব্যাটিং অনুশীলনের কোনো পরিকল্পনাই রাখেনি টিম ম্যানেজমেন্ট।
স্পিন কোচের কথায় মনে হয়েছে, বিপ্লবকে নিয়ে তার অন্তত পরিকল্পনা আছে। রঙ্গনা হেরাথ বলেন, 'এই টুর্নামেন্টে অনেক রিস্ট স্পিনার ভালো করছে। আমি নিশ্চিত আগামী দুই সিরিজে বিপ্লব বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবে। আশা করি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন সে।' বিশ্বকাপ শেষে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।