মাঝপথে বাংলাদেশ দলে যুক্ত হলেন রাব্বি-ইমন
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন নিয়ম রক্ষার। এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুজন ক্রিকেটার যুক্ত করা হয়েছে। ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি ও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের মাঝখানে এই দুই ক্রিকেটারকে কেন দলে যুক্ত করা হলো, সেটার কারণ জানানো হয়নি। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন।
তৃতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর বিসিবি থেকে জানানো হয়, শরীরের একটি পাশে মুস্তাফিজ ব্যথা অনুভব করায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে শরিফুলের চোট নিয়ে কিছু জানানো হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, কুঁচকিতে চোট পেয়েছেন শরিফুল।
এ কারণেই মূলত রাব্বি ও ইমনকে দলে নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ইমনের ১৬ সদস্যের দলেই থাকার কথা ছিল। কিন্তু ফিটনেসের ঘাটতির কারণে তাকে নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
যদিও বিসিবি থেকে জানা যায়, বাঁহাতি হওয়ার কারণেই ইমনকে বাদ পড়তে হয়। উদ্বোধনী জুটিতে ডানহাতি-বাঁহাতি সমন্বয় করতে নাঈম শেখের সঙ্গে ইমনের বদলে সাইফ হাসানকে বেছে নেওয়া হয়। যদিও সেই পরিকল্পনাতে আর থাকা হলো না বিসিবির। প্রথম পছন্দ সাইফ হাসান দুই ম্যাচে করেছেন ১ রান। রান পাননি নাঈম শেখও। তাই এবার ইমনকে নিয়ে পরিকল্পনা বিসিবির। রাব্বি ও ইমনকে নিয়ে বাংলাদেশের স্কোয়াড দাঁড়ালো ১৮ সদস্যের।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, কামরুল ইসলাম রাব্বি ও পারভেজ হোসেন ইমন।