মাঠে আসেনি কোনো দল, তৃতীয় দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা অনিশ্চয়তায় পড়ে গেছে। বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও ১১টাতেও সেটা সম্ভব হয়নি। রোববার রাতভর বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা বিবেচনায় দুই দলকে হোটেলে থাকার পরামর্শ দিয়েছেন আম্পায়াররা।
১০টা ৪২ মিনিটে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দুই দল হোটেলেই আছে। বৃষ্টির কমার ওপর নির্ভর করছে তাদের মাঠে আসা। দুপুর পর্যন্ত এভাবে বৃষ্টি হতে থাকলে কোনো দলেরই মাঠে আসা হবে না। হয়তো তিনটার দিকেই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হবে।
প্রথম দিন থেকেই হানা দিয়ে যাচ্ছে বৃষ্টি। সঙ্গে ছিল আলোক স্বল্পতাও। তবু সেদিন ৫৭ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভার খেলেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। আর তৃতীয় দিনে এমন অবস্থা যে, মাঠেই যাওয়ার কারণ নেই।
দ্বিতীয় দিন দফায় দফায় মাঠ প্রস্তুত করেও খেলা শুরু করা যায়নি। মাঠ প্রস্তুত করার শেষ সময়ে আবারও হানা দিয়েছে বৃষ্টি। অবশেষে ১২টা ৫০ মিনিটে মাঠে গড়ায় খেলা। যদিও তা বেশি সময় চলেনি। বৃষ্টিতে ১টা ২০ মিনিটে যে খেলা বন্ধ হয়, আর শুরুই করা যায়নি। মাঝে ৬.২ ওভারে ২৭ রান তোলে পাকিস্তান।
ম্যাচের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর আর উইকেটের দেখা মেলেনি। মেঘলা দিনেও সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের পেসাররা। নখদন্তহীন বোলিং করেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আজহারও। ৬৩.২ ওভারে ১৮৮ রান তুলে মাঠ ছাড়েন দুজন। পাকিস্তান অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।