সাবেক অধিনায়ক রকিবুল হাসানের জীবনী নিয়ে চলচ্চিত্র
ক্রীড়াবিদের জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি ভারতে প্রচলিত ব্যাপার। কিংবদন্তি বক্সার ম্যারি কম থেকে শুরু করে সাবেক হকি খেলোয়াড় মিলকা সিং, আজহার উদ্দিন, বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে। ভারতের আরেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়েও নির্মিত হয়েছে চলচ্চিত্র।
প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশে এই চর্চাটি নেই। দেশীয় ক্রীড়াবিদের জীবনী নিয়ে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র নির্মিত হয়নি ঢালিউডে। দেরিতে হলেও এই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রটি নির্মাণে রোববার রকিবুল হাসানের সঙ্গে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির শুটিং আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বান্টি আফজাল। প্রযোজনা করবে হাফ-প্যান্ট সিনেমা ফ্যাক্টরি। কাহিনী ও চিত্রনাট্য তৈরি করছেন লেখক ও ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
চলচ্চিত্রটি সম্পর্কে দেবব্রত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ক্রিকেটার ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে উঠে আসবে। দেশে প্রথমবারের মতো কোনও ক্রিকেটারকে নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র নিয়ে দেবব্রত বলেন, 'আমরা শুরুটা করতে চেয়েছি। আর যেকোনও শুরু গুরুত্বপূর্ণ। ক্রীড়াঙ্গনের এমন একজনকে আমরা বেছে নিয়েছি, যিনি ক্রিকেটার পরিচয়কে ছাপিয়ে মানচিত্রের বিচারে বড় একজন বীর।'
'তিনি শুধু মাঠেই যুদ্ধটা করেছেন, তা নয়। তার যুদ্ধটা ছিল পাকবাহিনীর মুখোমুখি দাঁড়িয়েও। ফলে এমন একজন জাতীয় বীরকে নিয়ে শুরুটা করতে চেয়েছি। যার ধারাবাহিকতা অন্যরা নিশ্চয়ই পালন করবেন। এটা আমার কাছে সম্মিলিত একটি কাজের মতো মনে হচ্ছে। সবাই ফোন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, প্রেরণা দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা মাইলফলক।'
নিজের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে বেশ রোমাঞ্চিত রকিবুল হাসান। এটাকে তিনি বড় স্বীকৃতি ও প্রাপ্তি হিসেবে দেখছেন। ক্রিকেট ব্যাট এবং রাইফেল হাতে দেশের জন্য লড়াই করা সাবেক এই অধিনায়ক বলেন, 'চলচ্চিত্র নির্মাণের এই পদক্ষেপটি আমি ইতিবাচকভাবে দেখছি।'
'ক্রিকেটার বা যেকোনো মানুষের কর্মকাণ্ড নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মিত হয় বা ছায়াছবির মধ্য দিয়ে জনগণের সামনে নিয়ে আসা হয়, সেটা তার জন্য অনেক বড় পুরস্কার। আমি বলব এটা একটা স্বীকৃতি এবং আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি।'
বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি রকিবুল হাসান। পাকিস্তান আমলে সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যানের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। পাকিস্তান টেস্ট দলে তার অন্তর্ভুক্তির ব্যাপারটি সময়ের ব্যাপারে পরিণত হয়েছিল। কিন্তু পূর্ব পাকিস্তানের বলে তাকে দলে নেওয়া হয়নি বলে মনে করেন বাংলাদেশের অনেক পৌঢ় ক্রিকেট ব্যক্তিত্ব। স্বাধীনতার পর বাংলাদেশের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন তিনি।