স্কোয়াডে না থেকেও বাংলাদেশের অনুশীলনে বিপ্লব
ঘনিয়ে এসেছে শ্রীলঙ্কা সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দলের চোখ শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ঈদের ছুটি শেষে ১৮ মে থেকে শুরু হলো পুরো দলের অনুশীলন। সব ক্রিকেটারের উপস্থিতি নিশ্চিত হতে গিয়ে এদিন দেখা মিললো ওয়ানডের প্রাথমিক স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লবের।
২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে না থাকলেও মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার। স্বভাবতই প্রশ্ন জাগে, তবে কি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন।
প্রধান নির্বাচক জানালেন, প্রস্তুতি ম্যাচের জন্য তাকে অনুশীলনে রাখা হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মিনহাজুল আবেদীন বলেন, 'না, ওই রকম কিছু নয়। বিপ্লবকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলব আমরা, সেখানে ক্রিকেটার লাগবে। সেই চিন্তা থেকে তাকে অনুশীলনে ডাকা হয়েছে। সেও দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থাকবে।'
প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গত ২ মে থেকে ১১ মে পর্যন্ত মিরপুরে অনুশীলন করেন। এরপর ঈদের ছুটি মেলে তাদের। ১৮ মে থেকে আবারও অনুশীলন শুরু হলো, আরও দুই দিন অনুশীলনের পর ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে বিপ্লবের খেলার কথা বলেছেন প্রধান নির্বাচক।
মিনহাজুল আবেদীন প্রস্তুতি ম্যাচ খেলার কথা বললেও বিল্পবকে মূলত নেওয়া হয়েছে লেগ স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করতে। প্রাথমিক দলে থাকা এক ক্রিকেটার এমনই জানালেন। শ্রীলঙ্কা দলে দুজন লেগ স্পিনার আছেন; ভানিন্দু হাসারাঙ্গা ও আসেন বান্দারা।
এর মধ্যে হাসারাঙ্গা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। এ ছাড়া লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশের দুর্বলতার ব্যাপারটি প্রতিপক্ষের অজানা নয়! সেই চিন্তা থেকেই লেগ স্পিনের বিপক্ষে ব্যাটিং ঝালিয়ে নিতে বিপ্লবকে অনুশীলনে ডাকা হয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে সকালে ঢাকা এসেছে শ্রীলঙ্কা দল। এসেই কোয়ারেন্টিনে চলে গেছে লঙ্কানরা। প্রথম তিন দিন পুরোপুরি রুম কোয়ারেন্টিন করতে হবে তাদের। এ সময়ে দুটি করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা।
দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটিও। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।