১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙতে যে পথে হাঁটতে হবে কোহলিকে
বোলারদের জন্য তিনি রীতিমতো হুমকিস্বরূপ। তাকে দেখলেই ধন্ধে পড়ে যান প্রতিপক্ষের বোলাররা। তালগোল পাকিয়ে ফেলেন প্রতিটি ডেলিভারির আগে। এমন হওয়াটাও স্বাভাবিক, উইকেটে নামলেই যে তার ব্যাটে রানের বৃষ্টি হয়! বলা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির কথা।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির রেকর্ড কেউ যদি ভাঙতে পারেন, সেটা কোহলি। অনেক ক্রিকেটবোদ্ধাই এমনটি মনে করেন। কেউ কেউ আবার মনে করেন, ভারতীয় অধিনায়কের পথ আরও দীর্ঘ হবে। তাদের ধারণা, ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে আরও পথ পাড়ি দেবেন কোহলি।
যদিও শচিনের গড়া ১০০ সেঞ্চুরির রেকর্ড নিয়ে আগে ভিন্ন মত ছিল অনেকের। কিন্তু সেঞ্চুরি করাটাকে মামুলি ব্যাপার বানিয়ে ফেলা কোহলি বাধ্য করেছেন সবাইকে নতুন করে ভাবতে। ইতোমধ্যে ৭০টি (টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে) সেঞ্চুরি নামের পাশে যোগ করেছেন তিনি। অগ্রজের রেকর্ডের দিকে তুফান বেগেই এগিয়ে যাচ্ছেন তিনি।
যুবরাজ সিং অবশ্য এতটা সহজ করে ভাবছেন না। তার মতে এই কাজটা করা কঠিন হবে কোহলির জন্য। তবে আর সবার মতো ভারতের সাবেক এই অলরাউন্ডারও সম্ভাবনা দেখতে পান। তাই ১০০টি সেঞ্চুরি করতে কী করতে হবে, কোহলিকে সেটা বাতলে দিয়েছেন যুবরাজ।
ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরি করেছেন শচিন। এ জন্য লিটল মাস্টারকে খেলতে হয়েছে দীর্ঘ ২৪ বছর। যুবরাজ মনে করেন, এই মাইলফলকে পৌঁছাতে কোহলিকেও খেলতে হবে এতটা লম্বা সময় ধরে।
এক ভিডিও সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, 'আশা করি কোহলি পারবে, কিন্তু কাজটা খুব কঠিন। ওয়ানডেতে এটা করা সম্ভব। কিন্তু ১০০টি সেঞ্চুরি সহজ কিছু নয়। তবে শচিন যতদিন ধরে খেলেছেন, বিরাট যদি ততদিন খেলতে পারে, তাহলে হয়তো সে এটা অর্জন করতে পারে।'
ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক শচিন ২৪ বছর ধরে খেলে ১০০টি সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। সেখানে কোহলি ১২ বছরের ক্যারিয়ারেই করে ফেলেছেন ৭০টি সেঞ্চুরি। ওয়ানডেতে শচিনের সেঞ্চুরি ৪৯টি, কোহলির ৪৩টি। টেস্টে সেঞ্চুরির ব্যবধানটা একটু বেশি। এই ফরম্যাটে ৫১টি সেঞ্চুরি করেছেন শচিন, কোহলির সেঞ্চুরি ২৭টি।