‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’
ফাইনালের আগে ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৭৫ রান। আর তাতে এক বিব্রতকর রেকর্ডও গড়েছিলেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে কমপক্ষে পাঁচ ইনিংস খেলা ওপেনারদের মধ্যে সবচেয়ে কম গড় ছিল ভারতের তারকা ব্যাটসম্যানের।
ফাইনালের আগে স্বাভাবিকভাবেই কোহলির খারাপ ফর্ম নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মাকে। ভারত অধিনায়ক আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, কোহলি নিজের সেরাটা ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন। রোহিতের কথাকে সত্যি করে ফাইনালে জ্বলে উঠেছেন কোহলি।
কোহলির ৫৯ বলে ৭৬ রানের ইনিংসে ভারত পায় ১৭৬ রানের পুঁজি। এরপর ম্যাচ জেতে ৭ রানে। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে তারা। ফাইনাল শেষে কোহলি জানিয়ে দিয়েছেন, এটিই ছিল ভারতের জার্সিতে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
পুরস্কার বিতরণী মঞ্চে রোহিতকে আবারও কোহলিকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো। মুচকি হেসে ভারত অধিনায়ক প্রশংসায় ভাসালেন নিজের দীর্ঘদিনের সহযোদ্ধাকে, 'কোহলির ফর্ম নিয়ে কেউই চিন্তিত ছিল না। গত ১৫ বছর ধরেই সে নিজের সেরা খেলাটাই খেলেছে। কোহলির মান নিয়ে কারোর সংশয় নেই।'
ভারতের সংগ্রহ যা হয়েছে সেটির পেছনে কোহলিকে কৃতিত্ব দিয়েছেন রোহিত, 'উইকেটের এক পাশ সে আগলে রেখেছিল। আমাদের মধ্যে কাউকে লম্বা সময় ধরে ব্যাট করা লাগতো। এই উইকেটে নতুন ব্যাটসম্যানের জন্য এসেই রান করা কঠিন ছিল। এখানেই কোহলি তার অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে।'