‘আইপিএল হবে সাকিবের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ’
সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকবেন বাঁহাতি এই অলরাউন্ডার। এর পরের সিরিজেও পাওয়া যাবে না তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতার হয়ে খেলতে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ থেকেও ছুটি নিয়েছেন সাকিব।
দলের সেরা ক্রিকেটারের এমন সিদ্ধান্তে সবখানে সমালোচনার ঝড় বইছে। প্রশ্ন করা হচ্ছে, দেশের চেয়েও আইপিএল বড়? সাকিবের ছুটি মঞ্জুর করা হলেও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এটা ভালো উদাহরণ নয়।
এ ক্ষেত্রে ব্যতিক্রম ফারুক আহমদে। ভিন্নভাবে ভাবছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। বিসিবির সাবেক এই নির্বাচক মনে করছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ যেহেতু ভারতেই, আইপিএল খেলার মাধ্যমে বিশ্বকাপের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করার সুযোগ পাবেন সাকিব। তার কথায়, আইপিএল হবে সাকিবের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ফারুক আহমেদ বলেন, 'সাকিব আমাদের জন্য একটা ব্র্যান্ড। সে এক বছর খেলার বাইরে ছিল, ব্যাটিংয়ে কিছুটা অস্বস্তি দেখা গেলেও বোলিংয়ে কিন্তু সে সেরাটাই করেছে। শেষ আইপিএলে যখন সে ভালো খেলছিল না, অনেক ম্যাচে সুযোগও পাচ্ছিল না, এরপরও বিশ্বকাপে কী পারফর্মটা সে করলো।'
'সেঞ্চুরি, উইকেট নেওয়ায় দারুণ ছিল, সে সেরা পারফর্মার। সে অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি আইপিএল ওকে বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। দুই-একজন খেলোয়াড় কিন্তু দলকে অনেক দূর টেনে নিতে পারে। তাই আমি আশা করি আইপিএল তাকে বিশ্বকাপের জন্য ভালোভাবে সাহায্য করতে পারে।' যোগ করেন ফারুক আহমেদ।
কেবল সাকিবই একমাত্র ক্রিকেটার নন, যিনি দেশের খেলা রেখে আইপিএল খেলতে যাবেন। অন্য দেশের ক্রিকেটারদের উদাহরণ টেনে ফারুক আহমেদ বলেন, 'টি-টোয়েন্টিতে ব্যাপারটা অন্যরকম, শুধু ম্যাচ খেলে আসা যায়। সারা পৃথিবীতেই যদি দেখেন, অনেক খেলোয়াড় আছে যারা আইপিএল আসার পর অবসরে চলে গেছে। মানে তাদের দেশের হয়ে না খেলে আইপিএল খেলছে। আমি উৎসাহ দিচ্ছি না। কিন্তু এটা নতুন হয়েছে, তেমন নয়।'
সাকিবের ছুটি দেওয়ার ক্ষেত্রে বিসিবির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ফারুক আহমেদ। আইপিএল খেলতে না পারার কারণে সাকিবের ওপর মানসিক প্রভাব পড়তে পারে। ফলে সাকিব আল হাসানের কাছ থেকে সেরা পারফরম্যান্স নাও পাওয়া যেতে পারে, এমন শঙ্কার কথাও জানালেন তিনি।
সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'বলতে পারেন দেশের স্বার্থে খেলছে না, বাইরে খেলছে। এটা অন্য বিতর্ক। কিন্তু বোর্ড হয়তো অনেক কিছু চিন্তা করেছে। কেউ যদি মনোযোগ দিয়ে খেলতে না চায়, সেখানে সমস্যা থাকবে। ও যদি আইপিএল চুক্তি মিস করে মন খারাপ করে, তখন কিন্তু পুরো খেলোয়াড় হিসেবে ওকে পাওয়া যাবে না। বোর্ড হয়তো ভারসাম্য করার চেষ্টা করেছে।'
শ্রীলঙ্কার চেয়ে নিউজিল্যান্ডে সাকিবকে বেশি দরকার ছিল বলে মনে করেন ফারুক আহমেদ, 'ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডে আমি ওকে বেশি মিস করব। আমার মনে হয় নিউজিল্যান্ডে ওকে আমাদের বেশি দরকার ছিল। কোনোভাবে যদি সে নিউজিল্যান্ড সফরটা করতে পারতো, আমাদের দলের জন্য শক্তিমত্তা বৃদ্ধির দিক থেকে অনেক ভালো হতো। ওয়ানডে ও টি-টোয়েন্টি, ফরম্যাট দুটি তাকে স্যুট করে। যা তাকে আইপিএলে সাহায্য করতো।'