‘গোপন ডেলিভারি’ নিয়ে ব্যস্ত বদলে যাওয়া তাইজুল
তাইজুল ইসলামের নাম শুনলেই সবাই সাদা পোশাকে একজন স্পিনারের ছবি এঁকে ফেলেন। তাইজুল মানে শুধুই টেস্ট। আক্ষরিক অর্থেই টেস্ট বোলার হয়ে উঠেছেন বাঁহাতি এই স্পিনার। কিন্তু মুমিনুল হকের যেমন টেস্ট ব্যাটসম্যানের তকমাটা পছন্দ নয়, তেমনি তাইজুলের পছন্দ নয় টেস্ট বোলারের পরিচিতি।
তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলতে চান তাইজুল। এ জন্য নিজেকে বদলে ফেলার মিশনে নেমেছেন বাঁহাতি এই স্পিনার। ইতোমধ্যে বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন বাংলাদেশের হয়ে ২৯টি টেস্ট, ৯ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা তাইজুল। বোলিং অ্যাকশনে পরিবর্তন আনার পাশাপাশি নতুন একটি ডেলিভারি নিয়ে কাজ করছেন তিনি। যেটাকে আপাতত গোপনই রাখছেন বাংলাদেশ স্পিনার।
মঙ্গলবার মিরপুরে একক অনুশীলন করেছেন তাইজুল। এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, 'সব ফরম্যাট খেলতে চাই বলেই নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। বোলিংয়ে কিছু পরিবর্তন এনেছি। বোলিং অ্যাকশনের পাশাপাশি আমি নির্দিষ্ট একটি ডেলিভারি রপ্ত করার চেষ্টা করছি।'
ডেলিভারিটি রপ্ত করতে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস তাইজুলের। তবে বোলিং অ্যাকশনে পরিবর্তন বা ডেলিভারি নিয়ে নির্দিষ্ট করে কিছু বললেন না তিনি, 'আশা করি খুব বেশি সময় লাগবে না। তবে এই মুহূর্তে বিষয়টি গোপনই থাকুক। যখন পুরোপুরি রপ্ত করতে পারব, তখন জানাব ডেলিভারিটি আসলে কী।'
তাইজুলকে কেউ বদলানোর পরামর্শ দেননি। নিজে থেকেই নতুন কিছুর চেষ্টা শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, 'নিজেই চেষ্টা করছিলাম, বোলিং অ্যাকশন পরিবর্তন এনে কিছু করা যায় কিনা। দেখলাম বল ভালোই হচ্ছে। এরপর কোচের (স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি) সঙ্গে বোলিং অ্যাকশনের ভিডিও নিয়ে আলাপ হয়। উনি ইতিবাচক মন্তব্য করার কারণেই এটি নিয়ে কাজ করছি।'
যে কোনো কন্ডিশনে সাফল্য পাওয়ার ভাবনা থেকেই বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন ২০১৪ থেকে জাতীয় দলে খেলে আসা তাইজুল, 'আমাদের সব কন্ডিশনেই খেলতে হয়। দেশ ও বাইরের কন্ডিশন আলাদা। বোলিং অ্যাকশন পরিবর্তনের কারণে বলে প্রচুর বৈচিত্র্য পাচ্ছি। আর বৈচিত্র্য থাকলে সব কন্ডিশনেই ভালো করা সম্ভব। সবকিছু মিলিয়েই আসলে সিদ্ধান্ত নেওয়া। সত্যি কথা বলতে সব ফরম্যাটে, সব কন্ডিশনে যেন সাফল্য পাই, এই ভাবনাগুলো কাজ করেছে।'
ক্রিকেটে লম্বা বিরতি পড়লে ছন্দ ফিরে পেতে সমস্যা হয়। তবে তাইজুলকে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তিনি বলেন, 'অনেক দিন বিরতির পর কয়েকটা দিন তো সমস্যা হবেই। তারপরও বোলিংটা ভালো হচ্ছে। বোলিং অ্যাকশন পরিবর্তন করে অনেক বৈচিত্র্য পাচ্ছি। আমার কাছে তাই অনেক অপশন তৈরি হচ্ছে।'
অক্টোবরে শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতি পড়ায় টেস্ট খেলা কঠিন হবে জানিয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, 'টানা খেলাহীন থাকার পর টেস্ট খেলা এমনিতেই কঠিন। এর মধ্যে করোনার কারণে নানা রকম সমস্যা তো আছেই। এগুলো মেনে নিয়েই আমাদের ঠিক রাস্তায় প্রস্তুতি নিতে হবে। আমাদের জন্য কঠিন হলেও শ্রীলঙ্কার জন্যও সমান কঠিন হবে সিরিজটি।'