‘ম্যারাডোনা বেঁচে থাকলে ওর মতো আনন্দ কে পেতো জানি না’
ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক মাশরাফি বিন মুর্তজা। ম্যারাডোনার পাড় ভক্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ওয়ানডে অধিনায়ক। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের খেলা দেখে আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছেন তিনি। তাই তো কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ের দিনে প্রয়াত ম্যারাডোনাকে মনে পড়ছে মাশরাফির।
দীর্ঘ ২৮ বছর পর বৈশ্বিক কোনো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৯৩ সালে কোপাতেই শিরোপা জেতে দলটি। এই শিরোপা দিয়ে অপেক্ষা ফুরিয়েছে লিওনেল মেসিরও। প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে শিরোপা জিতলেন তিনি। সমর্থক হিসেবে উচ্ছ্বসিত মাশরাফি, তবে গত ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমানো ম্যারাডোনার জন্য মন খারাপ তার। তার মতে, বেঁচে থাকলে মেসিদের এমন সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন ম্যারাডোনা।
আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে মাশরাফি লিখেছেন, 'ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি দিয়েগোর (ম্যারাডোনা) জন্য। ও যাওয়ার পর আরও অনেকেই এসেছে, শেষমেষ মেসি। কথা হলো কারও না কারও খেলা দেখে মানুষ একটা দলকে সাপোর্ট করা শুরু করে, আর একটা পর্যায়ে ওই খেলোয়াড় থেকে দলের প্রাধান্যই বেশি হয়।'
'মেসির হাতেই কাপ লাগবে, এই আশা নিয়ে কখনও খেলা দেখিনি বরং আর্জেন্টিনা জিতবে এই আশা নিয়েই বসেছি বারবার। মেসি একটি টুর্নামেন্ট জিতবে, এটা অবশ্যই সবার মেসির প্রতি আলাদা সিমপ্যাথি কাজ করার জন্যই। যেমন রোনালদো জিতেছে ইউরো, হয়তো নেইমারও বড় কিছু জিতবে একদিন। মেসি যেদিন খেলবে না, সেদিনও এই দলেরই সাপোর্ট করব। এটাই স্বাভাবিক, তা না হলে দিয়েগো যাওয়ার পর অন্য দলই করতাম।' লিখেছেন মাশরাফি।
মেসির আনন্দ আর নেইমারের কান্নায় মিশ্র প্রতিক্রিয়া মাশরাফির। তবে তার মনে পড়ে আছে ম্যারাডোনাতেই, 'মেসির আনন্দ দেখে অনেক ভালো লেগেছে, নেইমারের কান্না দেখে অতটাই খারাপ লেগেছে। আসলে খেলাটাই এমন। দারুণ এক অনুভুতি হচ্ছে আর্জেন্টিনা জেতায়। সবাই মেসি মেসি করলেও আমার মন পড়ে আছে ওই স্পেশাল ম্যান (ম্যারাডোনা) এর দিকে, বেঁচে থাকলে ওর মতো আনন্দ কে পেত জানি না। উপর থেকে দেখে হয়তো এমনই করছে (কাল্পনিক)। দিয়েগো ম্যারাডোনা, দ্য অনলি লাভ ইন ফুটবল। অভিনন্দন আর্জেন্টিনা।'