এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে শঙ্কা
জাতীয় দলে অধিনায়কত্বের প্রথম মিশনটা ভালো যায়নি নুরুল হাসান সোহানের। টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে গিয়ে সফর শেষ করা হয়নি তার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পাওয়ায় সফরের বাকি অংশ থেকে ছিটকে যাওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান দেশে ফিরে এসেছেন। চোট কাটিয়ে উঠতে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমনকি আগামী এশিয়া কাপেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
দুই-তিন সপ্তাহ সময় লাগলেও অবশ্য এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে শঙ্কা থাকার কথা নয়। কারণ সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। তিন সপ্তাহ লাগলেও ২১-২২ আগস্টের মধ্যে সোহানের ফিট হয়ে যাওয়ার কথা। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, খেলতে হলে এশিয়া কাপ শুরুর সপ্তাহ খানেক আগেই ফিট হয়ে উঠতে হবে তাকে।
সোহান পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। তবে এতেই হচ্ছে না, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনায় বিসিবি। সেখানকার ডাক্তার দেখিয়ে বোঝা যাবে সোহানের বাঁম হাতের তর্জনীতে অস্ত্রোপচার লাগবে কিনা। দেবাশিষ চৌধুরী বলেন, 'সোহানকে দেশের বাইরে পাঠানোর হবে। কোন দেশে পাঠানো হবে তা এখনও নিশ্চিত নয়। তিন-চার জায়গায় কথা হচ্ছে। কোথায় পাঠানো হবে, তা কাল (৪ আগস্ট) নিশ্চিত করা যাবে।' জানা গেছে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে সোহানকে।
এশিয়া কাপ খেলতে হলে সোহানকে এক সপ্তাহ আগে ফিট হয়ে উঠতে হবে। তাড়াহুড়ো করে তাকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে না বলে জানান বিসিবির প্রধান চিকিৎসক। তিনি বলেন, 'এশিয়া কাপের আগে হাতে দুই-তিন সপ্তাহ সময় আছে। এশিয়া কাপ খেলতে হলে সোহানকে অন্তত এক সপ্তাহ আগে সুস্থ হতে হবে।'
'আমরা ফিঙ্গার স্পেশালিস্ট চিকিৎসকের সাথে আলোচনা করব। সার্জারি লাগবে কিনা, সেটা তখন বলা যাবে। তবে এশিয়া কাপের জন্য ওকে তাড়াহুড়ো করে মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। সামনে বিশ্বকাপ এবং ওর পুরো ক্যারিয়ারটাই পড়ে আছে।' যোগ করেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ছয় দলের এই আসরে বাংলাদেশ আছে 'বি' গ্রুপে, বাকি দুই দল আফগানিস্তান ও শীলঙ্কা। ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে । ১ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।