'বিতর্কিত চুক্তি বাতিল না করলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না সাকিবের'
অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তির বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও বিষয়টির সুরাহা হয়নি। নিউজ পোর্টাল হলেও বেটিং সাইটের সঙ্গে সম্পৃক্ততা আছে প্রতিষ্ঠানটির। এ কারণে বিসিবির জোর চাওয়া, এই চুক্তি থেকে সরে আসুক সাকিব। কিন্তু সাকিব চুক্তি বাতিলের বিপক্ষে। বিসিবিও অনড় তাদের অবস্থানে। শেষ পর্যন্ত চুক্তি বাতিল না করলে সাকিবকে ছাড়াই এশিয়া কাপের দল গড়ার সিদ্ধান্ত নেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শুধু এশিয়া কাপের দল থেকে বাদ পড়াই নয়, বেটউইনারের সঙ্গে বিতর্কিত এই চুক্তি বাতিল না করলে বাংলাদেশ ক্রিকেট ও বিসিবির সঙ্গেও সম্পর্ক থাকবে না সাকিবের। বৃহস্পতিবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে কয়েকজন পরিচালক, বিসিবির প্রধান নির্বাহী ও নির্বাচকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
না জানিয়ে নিয়ম বহির্ভূত চুক্তি করায় সাকিবকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিসিবি। সাকিব কী উত্তর দেন, সেটা জানার অপেক্ষায় বিসিবি। এই বিষয়টির সুরাহা করে এশিয়া কাপের দল ঘোষণা করতে চায় বিসিবি। এর মধ্যে সাকিব সিদ্ধান্ত না বদলালে তাকে ছাড়াই দল গড়া হবে।
নাজমুল হাসান বলেন, 'কোনো প্রকার সম্পৃক্ততা থাকা সম্ভব না। সম্পূর্ণ ওটা থেকে বের হয়ে আসতে হবে। না হলে সে আমাদের স্কোয়াডে কী, দলেই থাকবে না। অধিনায়কত্ব তো পরের ধাপ। দলের থাকারই সুযোগ নেই। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নেই। এই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া। আর এ ব্যাপারে আমরা বেশ পরিষ্কার।'
চুক্তি থেকে না সরে এলে সাকিবেকে এশিয়া কাপের দলে নেওয়া হবে না। কিন্তু তিনি টেস্ট দলের অধিনায়ক, ওয়ানডে দলের সদস্য; এই দুই ফরম্যাটে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে বিসিবি? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না। বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, এ রকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না।'
এই চুক্তি নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই জানিয়ে নাজমুল হাসান আরও বলেন, 'সাকিবের চুক্তি নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় ছিল, এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে, তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে যেভাবেই এটা এক্সপ্লোর করুক। আমাদের কাছে কোনো সুযোগই নেই। যে কারণে তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।'
আপাতত সাকিবের উত্তরের অপেক্ষায় বিসিবি। উত্তরের পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আবার উত্তর না এলেও সিদ্ধান্ত নিয়ে নেবে বিসিবি। নাজমল হাসান বলেন, 'আমরা একটা চিঠি দিয়েছি। এটা আজকের মধ্যে পাওয়ার কথা। কালকের (বুধবার) মধ্যেই পাওয়ার কথা ছিল। শুনেছি, সে আজ উত্তর দেবে বলেছে। তাই আজ আমরা অপেক্ষা করব। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিব সে থাকবে কি থাকবে না।'
দলে চোট সমস্যা থাকলেও মূলত সাকিবের এই বিষয়টির সুরাহা না হওয়ায় এশিয়া কাপের দল ঘোষণা করতে পারছে না বিসিবি। কারণ এখনও টি-টোয়েন্টি দলের অধিনায়ক চূড়ান্ত হয়নি। সাকিব প্রথম পছন্দ হলেও এই চুক্তির কারণে তার দলে থাকা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে, সেখানে নেতৃত্বের ব্যাপারটি আরও দূরের কথা।
বিসিবি সভাপতি বলেন, 'যতক্ষণ পর্যন্ত আমরা হাতে লিখিত কাগজ না পাব, আমরা যে চিঠি দিয়েছি, সেটার জবাব না পাব এবং সেটা সন্তোষজনক না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার সুযোগ দেখি না।' দল ঘোষণা নিয়ে নাজমুল হাসান বলেন, 'দলটা আমরা খুব সম্ভবত আগামীকাল দিয়ে দিব বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালই দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি।'