বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারের সমান পারিশ্রমিক
আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টের নবম আসরটি ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে। এবার ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করে ফেললো বিপিএল গভর্নিং কাউন্সিল।
এবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রায় সমান রাখা হবে। সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ৮০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার ডলার ( প্রায় ৮৩ লাখ)। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সোমবার সাংবাদিকদের এ তথ্য দেন।
গত আসরের মতো আগামী বিপিএলও দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ৪৬টি ম্যাচ হবে। এবার রাখা হচ্ছে না কোনো আইকন ক্রিকেটার। তবে একজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে দলগুলো, এখানে পারশ্রমিকের নির্দিষ্ট সীমা নেই।
প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরি থেকে ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসগুলোর মতো চারজন বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে প্রতিটি দল। তবে এবার নিয়ম রাখা হতে পারে সর্বনিম্ন সংখ্যারও। একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার যেন থাকেন, এমন নিয়ম করার পরিকল্পনা আছে বিপিএল গভর্নিং কাউন্সিলের।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, 'দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি সরাসরি চুক্তির অনুমতি দিবো। বাকি ক্রিকেটার ড্রাফট থেকে নিতে হবে। বিদেশিদের ব্যাপারে আপনারা জানেন যে, দক্ষিণ আফ্রিকান লিগ, ইউএই লিগ; এসবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিরাই মালিক। বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ওদিকে চুক্তিবদ্ধ হয়ে গেছে। আমরাও টুর্নামেন্টটা আগপিছ করতে পারছি না জাতীয় দলের ব্যস্ততার জন্য।'
'সেক্ষেত্রে বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ চারজন খেলতে পারবে একটা দল। তবে মাঠে সর্বনিম্ন দুজন যেন থাকে, এ রকম পরিকল্পনা করছি। বিদেশি খেলোয়াড়ের রেজিস্ট্রশনেও বাধ্যবাধকতা রাখব না। কেউ তিনদিনের জন্য এসে খেলে গেলেও তার বদলি আরেকজন আসতে পারে।' যোগ করেন তিনি।
ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে বিপিএলের সদস্য সচিব বলেন, 'দেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ লাখ রাখব। এটা ড্রাফট থেকে যাবে। আর সরাসরি সাইনিংয়ে সর্বোচ্চ বলে কিছু নেই। এটা খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিরা ঠিক করে। বিদেশিদের ক্ষেত্রেও ৮০ হাজার ডলার। গ্রেড অনুযায়ী ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ , ১০ লাখ, ৫ লাখ থাকবে। গ্রেড হবে সাতটি, আইকন বলে কিছু নেই।'
দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি 'এ' এবং সর্বনিম্ন 'জি'। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। বিদেশি 'এ' ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার আমেরিকান ডলার। ড্রাফটে 'এ' গ্রেড ৮০ লাখ, 'বি' গ্রেড ৫০ লাখ, 'সি' গ্রেড ৩০ লাখ, 'ডি' গ্রেড ২০ লাখ, 'ই' গ্রেড ১৫ লাখ, 'এফ' গ্রেড ১০ লাখ ও 'জি' গ্রেডের ক্রিকেটারের পারিশ্রমিক থাকবে ৫ লাখ টাকা।
২০২৩ সালের শুরুতে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। পরের দুটি আসরের সময়ও নির্ধারণ করে রাখা হয়েছে। দশম আসর শুরু হবে ২০২৪ সালে ৬ জানুয়ারি। ২০২৫ সালের ১ জানুয়ারি শুরু হওয়ার কথা একাদশতম আসরের। এই তিন আসরের স্বত্ব কেনা সাত ফ্র্যাঞ্চাইজির নাম রোববার ঘোষণা করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে প্রায় ১০ কোটি টাকা গ্যারান্টি মানি জমা দিয়ে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোকে।