পূজারা-শ্রেয়াসে ভারতের প্রতিরোধ
চট্টগ্রাম টেস্টে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারানো সফরকারীদের খেলায় ফেরান জেতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত। এই জুটি থেকে আসে ৬৪ রান। পন্ত ৪৬ রান করে ফিরে গেলেও আস্থার প্রতীক হয়ে টিকে আছেন পূজারা।
শ্রেয়ার আইয়ারের সাথেও তিনি গড়ে তুলেছেন ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি। এই জুটিতে ৪ উইকেটে ১৭৪ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছে ভারত। পূজারা ১১৬ বলে ৪২ ও শ্রেয়াস ৭৭ বলে ৪১ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রাম টেস্টে কোহলিদের চেপে ধরেছে বাংলাদেশ
সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচে টস ভাগ্য ভারতের দিকে গেলেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ভারতকে চেপে ধরেছে সাকিব আল হাসানের দল।
৪৮ রানের মধ্যেই ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাইজুল ও খালেদের বোলিং তোপে একে একে ফিরে গেছেন লোকেশ রাহুল, শুভমান গিল ও বিরাট কোহলি।
২৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। চাপ কাটিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্ত। পূজারা ৮ ও পন্ত ২৪ রানে ব্যাটিং করছেন।
ভারতের ইনিংসে প্রথম আঘাতটি হানেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার ১৪তম ওভারে শুভমান গিলকে ফিরিয়ে দেন। তাইজুলের লেগ স্টাম্প বরাবর ফুল লেংথের ডেলিভারিতে প্যাডেল সুইপ করতে গিয়ে টপ এজ হন শুভমান, প্রথম স্লিপে থাকা ইয়াসির আলী রাব্বি নেন ক্যাচ।
৪০ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন শুভমান। ভারত প্রথম উইকেট হারানোর চাপ কাটিয়ে ওঠার আগেই আঘাত হানেন খালেদ আহমেদ। ৫৪ বলে ২২ রান করা ভারত অধিনায়ক লোকেশ রাহুলের স্টাম্প উপড়ে নেন বাংলাদেশের এই পেসার।
২০তম ওভারে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন তাইজুল। বাংলাদেশের এই স্পিনার ফিরিয়ে দেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলিকে। তাইজুলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে দিক হারান ৫ বলে ১ রান করা কোহলি।