লাতিনদের কোপা আয়োজন করবে যুক্তরাষ্ট্র
২০২৪ সালের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যেখানে অংশগ্রহণ করবে ১৬ টি দেশ। দক্ষিণ আমেরিকান ১০ টি দেশের পাশাপাশি উত্তর আমেরিকা থেকে থাকবে ৬ টি দেশ।
এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকাও হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেটি ছিলো কোপার ১০০ বছর পূর্তিতে বিশেষ আয়োজন। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল চিলি, আর্জেন্টিনা হেরেছিল টানা দ্বিতীয় ফাইনাল।
২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাই বলা চলে, ২০২৪ কোপা আমেরিকা আয়োজন করার মধ্য দিয়ে নিজেদেরও বাজিয়ে নিতে পারবে তারা। আর্জেন্টিনা, ব্রাজিল সহ স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর প্রস্তুতিও হয়ে যাবে এতে।
কোপা আমেরিকা এবং বিশ্বকাপ, দুটিরই বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। নিজেদের দুটি শিরোপাই ধরে রাখতে চাইবে আলবিসেলেস্তেরা।
২০২৪ কোপা আমেরিকা প্রথমে হওয়ার কথা ছিলো ইকুয়েডরে। কিন্তু দেশটি সেটি করতে পারবে না জানানোর পর নতুন স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করে লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল।