টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ডের ছয়জনের অভিষেক
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ সময় কেটেছে বাংলাদেশের। আয়ারল্যান্ডকে এবার একইভাবে টেস্টেও শাসন করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়েই একমাত্র টেস্ট খেলতে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে ঘরের মাঠের দলটি। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১০টায় শুরু হবে।
গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলা একাদশে থেকে তিনটি পরিবর্তন এসেছে। জাকির হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ নেই। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়দের।
৯ মাস পর টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল। সর্বশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন অভিজ্ঞ এই ওপেনার। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের ছয়জন ক্রিকেটারের। তারা হলেন বেন হোয়াইট, কার্টিস ক্যাম্ফার, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, মুরে কামিন্স। বেন হোয়াইটের প্রথম শ্রেণিতেই অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।