৪০০-৪৫০ রান করার সামর্থ্য নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের!
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ছয়জন বোলার নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রতিপক্ষের ২০ উইকেট নিতে দলে 'বোলিং অপশন' বেশি থাকা বলে মনে করেন সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে সেটা করেও দেখিয়েছে বাংলাদেশ। বলা যায় সাকিবকে ছাড়াই আইরিশদের দুবার অলআউট করেছে বাংলাদেশ, দুই ইনিংস মিলিছে বাংলাদেশ অধিনায়কের শিকার ২ উইকেট।
যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার আলোচনায় বোলারদের সামর্থ্যে বিশ্বাস আছে সাকিবের। কিন্তু যেকোনো বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৪০০-৪৫০ রান করার সামর্থ্য নেই বলে মনে করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর কোনো রাখঢাক না রেখেই বিষয়টি মেনে নেন সাকিব।
যেকোনো বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪০০-৪৫০ রান করার সামর্থ্য আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'না, এখনও ওটা নেই।' তবে এর আগেই বোলারদের সামর্থ্য নিয়ে এক রকম গর্বই করেন তিনি, 'আপনার যদি ২০ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প নেই। কম বোলিং অপশন তখনই থাকে, যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন।'
'ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন, পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় বড় দলগুলো এ রকম অবস্থাতে তারা আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন প্রধান বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে।' যোগ করেন সাকিব।
লিটন-মুশফিকের মারকুটে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ২৭.১ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। এখন থেকে এমন ব্যাটিং করার ইচ্ছার কথাই জানিয়েছেন সাকিব। তার ভাষায়, 'হয়তো বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করব আমরা। সব সময় হয়তো হবে না। কন্ডিশন, প্রতিপক্ষের ওপর নির্ভর করে। তবে আস্তে আস্তে হয়তো অনেক ইতিবাচক খেলার চেষ্টা করব।'