প্রথম এশিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোলের কীর্তি সনের
প্রিমিয়ার লিগে এর আগে খেলেছেন অনেক এশিয়ান তারকাই। তবে সন হিউং মিন যা কীর্তি গড়লেন তা করতে পারেননি অন্য কেউই। প্রিমিয়ার লিগে এশিয়ান খেলোয়াড়দের নতুন এক দিগন্ত উন্মোচন করলেন দক্ষিণ কোরিয়ান এই তারকা।
প্রথম এশিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন সন। ২০১৫ সালে জার্মান ক্লাব লেভারকুসেন থেকে টটেনহাম হটস্পার্সে যোগ দেন এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
এই ১০০ গোল করতে সন খেলেছেন ২৬০ ম্যাচ। গত মৌসুমে মোহামেদ সালাহর সঙ্গে ভাগাভাগি করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার 'গোল্ডেন বুট'ও জিতেছেন তিনি, করেছেন ২৩ টি গোল।
এই মৌসুমে যদি কিছুটা ফর্মহীনতায় ভুগছেন সন, প্রিমিয়ার লিগে মাত্র ৭ টি গোল করেছেন ২৮ ম্যাচ খেলে। চিরচেনা সনকে দেখা গেলে এই রেকর্ড আরো আগেই হয়ে যেতে পারতো।
স্পার্সের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬৪ ম্যাচ খেলে ১৪২ গোল করেছেন ৩০ বছর বয়সী এই এশিয়ান তারকা।