'মেসি-রোনালদোর সমপর্যায়ে আছে হলান্ড'
গোল করা থামছেই না আর্লিং হলান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগে এটিই তার প্রথম মৌসুম, বয়সও মাত্রই ২২। কিন্তু হলান্ডের এমন রুদ্রমূর্তি দেখে কে বলবে যে এর আগে ইংলিশ ফুটবলে কখনো খেলেননি তিনি!
ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তিও এখন এই স্ট্রাইকারের। ইতোমধ্যে ৪৪ গোল হয়ে গিয়েছে তার। এই মৌসুমে কমপক্ষে আরো ১২ টি ম্যাচ খেলার সুযোগ পাবেন হলান্ড। এই সংখ্যা যে কোথায় নিয়ে যাবেন, তা ভাবাও দায়।
প্রিমিয়ার লিগে খেলা কোনো খেলোয়াড়ই এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কখনো ৫০ গোল করতে পারেননি। হলান্ডের সামনে সুযোগ নিজের নাম এই তালিকায় প্রথম হিসেবে লেখানোর। হলান্ড পারবেন, এই বিশ্বাস করা লোকের সংখ্যাই বেশি।
সর্বশেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে করেছেন জোড়া গোল। যার দ্বিতীয়টি এসেছে দুর্দান্ত 'অ্যাক্রোবেটিক' ফিনিশে। কে বলবে চোট থেকে কেবলই ফিরেছেন তিনি!
আর এসব দেখেই কিনা সিটি কোচ গার্দিওলা বলেই ফেললেন, মেসি-রোনালদোর পর্যায়ে আছেন হলান্ড, 'আমরা গত দুই যুগ ধরে মেসি এবং রোনালদোর গোল উৎসব দেখে এসেছি। হলান্ডও তাদের পর্যায়ে আছে, সেও অনেক গোল করে যাচ্ছে।'
হলান্ডের করা দ্বিতীয় গোলটি নিয়ে মজা করেছেন সিটি মিডফিল্ডার ডি ব্রুইনা, 'আপনি আমাকে কখনোই ওরকম কিছু করার চেষ্টাও করতে দেখবেন না। আমি ওটা করতে গেলে এতক্ষণে আমাকে হাসপাতালে থাকা লাগতো।'
ম্যানচেস্টার সিটিতে থাকলে আর চোটাক্রান্ত না হলে প্রিমিয়ার লিগের যতো গোলের রেকর্ড আছে তা হলান্ড নিজের করে নেবেন, সেই সামর্থ্য তার আছে। এখন শুধুই অপেক্ষা সময়ের আর সেইসাথে হলান্ডের রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা দেখার।