ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে নতুন মুখ মৃত্যুঞ্জয়, নেই তাসকিন
সদ্যই ঘরের মাঠে তিন ফরম্যাটে আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এবার ফিরতি সিরিজ খেলতে যাচ্ছে দুই দল। সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে এই সিরিজে শুধুমাত্র তিনটি ওয়ানডে খেলবে দুই দল।
ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজের তিনটি ম্যাচই হবে চেমসফোর্ডের কাউন্টি মাঠে। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
দলে নতুন মুখ হিসেবে এসেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে পাওয়া চোট তাকে যেতে দিচ্ছে না ইংল্যান্ডে।
দলে ডাক পাওয়াদের মধ্যে অভিষেক হয়নি একমাত্র মৃত্যুঞ্জয়েরই। তাসকিনের চোট দরজা খুলে দিয়েছে ২১ বছর বয়সী বাঁহাতি এই পেসারের। এবারও স্কোয়াডে জায়গা হয়নি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রামে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।
আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেইন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
সিরিজের সূচি:
১ম ওয়ানডে- ৯ মে, বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫
২য় ওয়ানডে- ১২ মে, বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫
৩য় ওয়ানডে- ১৪ মে, বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৪৫