ইংল্যান্ডে খেলা বলে সিলেটে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প
সিলেট আর ইংল্যান্ডের একটা যোগসূত্র আসে। ইংল্যান্ডে থাকা বাংলাদেশিদের বেশিরভাগই সিলেটের। বাংলাদেশ ক্রিকেট দলের ইংল্যান্ডে গিয়ে খেলার আগেও আলোচনায় সিলেট। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশের ক্যাম্প করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কারণ হিসেবে জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেছেন, খেলা ইংল্যান্ডে বলেই প্রস্তুতি ক্যাম্প সিলেটে করার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে সিরিজ জেতা ঘরের মাঠের দলটি অনেক রেকর্ড গড়ে, ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ডও হয়। চেমসফোর্ডে বাউন্সি উইকেট খেলা হবে, সিলেটেও আছে বাউন্সের ছোঁয়া। এ কারণেই তিন তিনের সংক্ষিপ্ত ক্যাম্প সিলেটে করা হচ্ছে। রাতের ফ্লাইটে আজ সিলেট যাবে বাংলাদেশ দল, কাল শুরু প্রস্তুতি ক্যাম্প।
এর আগে আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং বাকি দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেছেন হাথুরুসিংহে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লঙ্কান এই কোচ, জানান সিলেটে ক্যাম্প করার কারণসহ সফরে নিজেদের উদ্দেশ্যর কথা।
হাথুরুসিংহে বলেন, 'আমরা যখন সিলেটে খেললাম, মনে হয়েছিল ইংল্যান্ডের উইকেটের সাথে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো, সেখানেই অনুশীলন করা উচিত। এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তা ছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাব।'
সামনে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ বিদেশের মাটিতে, যেখানে থাকবে টেস্ট ম্যাচ। এসব টেস্ট ম্যাচে উন্নতি করতেও সিলেটের প্রস্তুতি কাজে আসবে বলে বিশ্বাস বাংলাদেশের প্রধান কোচের, 'সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।'
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফলাফলে দৃষ্টি নেই বাংলাদেশের, প্রধান লক্ষ্য সব বিভাগে নিজেদের উন্নতি করা। হাথুরুসিংহের ভাষায়, 'শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।'
তিনদিনের প্রস্তুতি ক্যাম্পে স্কিল অনুশীলন নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হবে। তিনজন ছাড়া আইরিশদের বিপক্ষে সিরিজে ডাক পাওয়া বাংলাদেশের স্কোয়াডের সবাই এই ক্যাম্পে যোগ দিচ্ছেন। সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান থাকছেন না। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন সাকিব, আইপিএলে খেলছেন লিটন ও মুস্তাফিজ।
তিন দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবে বাংলাদেশ, পরের দিন রওনা দেবে ইংল্যান্ডের উদ্দেশে। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, বড় অংশটি যাবে ৩০ এপ্রিল রাতে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।