১৫ বছর বয়সেই বার্সার হয়ে অভিষেক: কে এই ইয়ামাল?
স্বয়ং লিওনেল মেসি বার্সেলোনার মূল দলে সুযোগ পেয়েছেন ১৮ বছর বয়সে। সাম্প্রতিক সময়ে বার্সার হয়ে সবচেয় কম বয়সে খেলার রেকর্ড এতদিন ছিলো আনসু ফাতির। ১৬ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় বর্তমানে মেসির ১০ নম্বর জার্সির অধিকারী ফাতির।
তবে ইয়ামালের ক্ষেত্রে অপেক্ষা করেননি বার্সা কোচ জাভি হার্নান্দেজ। মাত্র ১৫ বছর বয়সী এই লা মাসিয়ান কে লা লিগায় মাঠে নামিয়েছেন তিনি।
ড্রিবলিং, পাসিং আর গোল করার দক্ষতার কারণে অল্প বয়সেই বার্সেলোনা কোচদের দৃষ্টি কাড়েন ইয়ামাল। ১৪ বছর বয়সে ডাক পেয়ে যান স্পেন অনূর্ধ্ব-১৬ দলেও। ২০২২ সালের মধ্যে স্পেনের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ আর অনূর্ধ্ব-১৯ দলেও খেলানো হয়েছে তাকে।
তবে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টার চিপের দাবি, লা লিগার ইতিহাসে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটল ইয়ামালের। বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অফিশিয়াল ম্যাচে অভিষেকের রেকর্ড আমান্দো মার্তিনেজ সাহির। ১৪ বছর ২০০ দিন বয়সে তার অভিষেক ঘটেছিল বলে দাবি মিস্টারচিপের। ১৯২০ সালের ১৪ নভেম্বর বার্সার হয়ে কাতালুনিয়া আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে অভিষেক হয়েছিল সাহির।
কিন্তু ট্রান্সফারমার্কেটের তালিকা অনুযায়ী, লামিন ইয়ামালই বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯০৬ সালের ২৮ এপ্রিলে জন্ম নেওয়া আমান্দো মার্তিনেজ সাহি এ তালিকায় দ্বিতীয়। ১৯২২ সালের ২ এপ্রিল কোপা দেল রে-তে রিয়াল গিহনের বিপক্ষে ১৫ বছর ৩৩৯ দিন বয়সে বার্সার হয়ে সাহির অভিষেক বলে দাবি করেছে ট্রান্সফারমার্কেট।
বার্সেলোনার মূল দলে ইয়ামালকে খেলানোর প্রক্রিয়া শুরু হয় গত বছর। সেপ্টেম্বরে ইয়ামালকে মূল দলের সঙ্গে অনুশীলনে ডাকেন জাভি। এ বছর ম্যাচ দিবসে তাঁকে রাখা হচ্ছিল রিজার্ভ বেঞ্চেও।
সর্বশেষ আতলেতিকো মাদ্রিদ এবং রায়ো ভায়েকানো ম্যাচের রিজার্ভ বেঞ্চে ছিলেন তরুণ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত কাল রাতে বেতিসের বিপক্ষে অভিষেকই হয়ে গেল।
বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ইয়ামালের জন্ম স্পেনে। বাবা মরোক্কান বংশোদ্ভূত, মা গিনির। মূলত ফরোয়ার্ড। সেন্টার ফরোয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবেও খেলে থাকেন। বাঁ পায়ের খেলোয়াড় হিসেবে ডান দিকেই খেলেন।