বৃষ্টির কারণে প্রস্তুতি ব্যাহত হওয়ায় হতাশ হাথুরুসিংহে
আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে। বৃষ্টির কারণে প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায় বিরক্তিই প্রকাশ করলেন এই শ্রীলংকান।
আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যার কারণে সিরিজের ভেন্যুতে খেলার সুযোগ মেলেনি তামিমের দলের।
আর এই নিয়েই বিরক্ত বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে, 'এই ধরণের পরিস্থিতি আমরা এর আগে মোকাবেলা করি নি। এরকম হবে জানলে এই সিরিজ এমন সময়ে খেলার জন্য সম্মতি দিতাম না। আমরা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারি নি। এখান থেকে আমরা শিক্ষা নেবো।'
তবে গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও উইকেট নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ, 'উইকেট দেখে বেশ ভালোই মনে হয়েছে। বেশ শক্ত এবং কিছু ঘাসও আছে। এই মুহূর্তে উইকেটের অবস্থা খুব ভালো।'
প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটি নিয়ে কিছু না বললেও সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডার দলে থাকায় খুশি হাথুরুসিংহে, 'যে কোনো কোচই এই দুজনের মতো কাউকে দলে চাইবে। আমরা যেই একাদশ নিয়েই নামি না কেন, আমাদের দলে একজন বাড়তি বোলার ও ব্যাটসম্যান থাকবেই। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার।'
বাংলাদেশের সামনে এই সিরিজের পরেই এশিয়া কাপ এবং বিশ্বকাপ রয়েছে। তাই দলের খেলোয়াড়দের যতোটা সম্ভব চোট্মুক্ত রাখতে চান হাথুরুসিংহে। বিশেষ করে তাসকিনের চোটের পর দল আরো সতর্ক বলেই মন্তব্য তার, 'আমাদের খেলোয়াড়দের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে তাসকিনের চোট আমাদের জন্য একটি বার্তা। সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপ আছে। সেগুলোতে আমরা খেলোয়াড়দের সুস্থ অবস্থায় নিয়ে যেতে চাই।'